"; eV8 বঙ্গ-সাহিত্য-পরিচয় । বিরহ । সখি এ কথা কহিএ তোরে। চিরদিন পরে কোন বিধাত সদয় হইল মোরে ॥ নিশি-অবশেষে কান্দিতে কান্দিতে নিদ আওল আখে । বুকে দুটা হাত দিয়া অতি ভীত পিয়া আসি দাড়াল্য সমুখে ॥ চমকি উঠিয়া কোরে আগুরিতে (১) চেতন হইল মোর। মুরছি পড়িতে নিকটে বিশাখা আমাকে করিল কোর ॥ হিয়া দগদগি পরাণ পোড়এ এ জালা জুড়াব কিসে। জ্ঞানদাস কহে শুনহ সুন্দরি বঁধুয়া মিলিলে পাশে ॥ ভাব-সম্মিলনের পূর্বাভাষ । সুচারু বদন দেখিলু স্বপন গিরির উপরে শশী । মালতীর মালা দধির ডাল নিকটে মিলিল আসি ॥ (২) গণক আনিয়া পুন গণাইনু সুদশা কহিল মোরে। অন্তরে বাহিরে যতেক গণিল সুখের নাহিক ওরে ॥ মোর একাদশ-গৃহে বৈসে পাচ (৩) সপ্তমে বৈসয়ে চন্দ। ভৃগু শশি-স্থত (৪) দ্বিতীয়ে বৈসয়ে ষষ্ঠেতে (৫) বৈসয়ে মন (৬) ॥ দোয়াসিনী আনি দেবে আরাধিনু পড়িল মাথায় ফুল। বধুর নামেতে আগে তুলাই কোলে মিলাইল কুল। কুল পুরোহিত আশিস করিল স্থপতি মিলিবে পাশে। তোর দুরদিন সব দূরে গেল কহই সে জ্ঞানদাসে। (১) সাদরে গ্রহণ করিতে। (২) ফুলের মালা ও দধি শুভ লক্ষণ। (৩) বৃহস্পতি। ( রবি হইতে পঞ্চম-স্থানীয়। ) (৪) শশি-সুত = বুধ । ভৃগু ও বুধের মিলনে ‘বুদ্ধ-ভার্গব যোগ হয় । (৫) রিপু-গৃহে । (৬) মন্দ =শনি।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১০৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।