পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—চণ্ডিদাস—১৪শ শতাব্দী। o ᎼᏬᏄ ( দেশাগ রাগঃ । ক্রীড়া । ) তনের (১) উপর হারে। আল। মানএ যে হেন ভারে (২) । আতি হৃদয়ে খিনী (৩) রাধা চলিতে না পারে। সরস চন্দন পঙ্কে । আল ৷ দেহে বিষম শঙ্কে । দহন সমান মানে নিশি শশাঙ্কে (৪) ॥ আলি । তোর বিরহ দহনে। দগধিলী রাধা জীএ (৫) তোর দরশনে ॥ ধ্রু ॥ কুসুম-শর হুতাশে । তপত (৬) দীর্ঘ নিশাসে। যখন ছাড়এ রাধা বসি একপাশে ॥ ক্ষেণে সজল নয়নে । দশন দিশে খনে খনে (৭)। নাল-হীন কৈল যেন নীল নলিনে ॥ ( বিভীষ রাগঃ ॥ রূপকং ॥ যতিব্ব ॥ ) নিন্দএ চান্দ চন্দন রাধা সব খনে । । গরল সমান মানে মলয় পবনে ॥ করে মনসিজ-শর-কুমুম-শয়নে। ব্রত করে পায়িতে (৮) তোর আলিঙ্গনে ॥ (১) স্তনের। (২) রাধা বিরহে এত ক্ষীণ হইয়া গিয়াছেন যে স্তনের উপরে যে হার তাহাই ভার-বোধ করিতেছেন। (৩) ক্ষীণ । (৪) “সরসমস্থণমপি মলয়জপঙ্কং। পশুতি বিষমিব বপুসি সশস্কম্। দিশি দিশি কিরতি সজলকণজালম্ নয়ন-নলিনমিব বিগলিতনালম্ ॥” গীতগোবিন্দ। (৫) জীবন পায়। (৬) তপ্ত। (৭) সজল চক্ষে ক্ষণে ক্ষণে চতুর্দিগে দৃষ্টিপাত করে। (৮) পাইতে।