পদাবলী—বলরাম দাস—১৬-১৭শ শতাব্দী । రిJ9 কিরূপ দেখিলু সই নাগর-শেখর। আখি ঝুরে মন কাদে নয়ন ফাপর ॥ সহজে মুরতি খানি বড়ই মধুর। মরমে পশিয়া সে ধরম কৈল চুর। আর তাহে কত রূপ ধরে বৈদগধি (১)। কুলেতে যতন করে কোন বা মুগধী ॥ দেখিতে সে চাদ-মুখ জগ-মন হরে। আধ মুচকি হাসি কত সুধা ঝরে ॥ কাল কপালে শোভে চন্দনের চাদে (২) । বলরাম বলে তেঞি সদাই পরাণ র্কাদে ॥ অরুণ অধর মৃদু মন্দ মন্দ হাসে। চঞ্চল নয়ন-কোণে জাতি কুল নাশে ॥ দেখিয়া বিদরে বুক দুটা ভুরূ-ভঙ্গী। আই আই কোথা ছিল সে নাগর রঙ্গী (৩) ॥ মন্থর চলনখানি আধ অাধ যায়। পরাণ যেমন করে কি কহিব কায় ॥ পাষাণ মিলাঞ যায় গায়ের বাতাসে। বলরাম দাসে বলে অবশ পরশে ॥ প্রেম-বৈচিত্র্য । তুমি মোর নিধি রাই তুমি মোর নিধি। রাধার প্রতি । না জানি কি দিয়া তোমা নিরমিল বিধি ॥ বসিয়া দিবস রাতি অনিমিখ আখি । কোটি-কলপ যদি নিরবধি দেখি ॥ তবু তিরপিত নহে দুইটি নয়ান। জাগিতে তোমারে দেখি স্বপন-সমান ॥ নীরস দরপণি দুরে পরিহরি। (৪) কি ছার কমলের ফুল নিছনি তোমারি ॥ o - -
- -
(১) বিদগ্ধ নাগর। (২) চন্দ্রের তুল্য চন্দনের ফোট । (৩) রঙ্গী = রসিক। (৪) দৰ্পণ নীরস, তাহার সঙ্গে তোমার মুখের উপমা হয় না, এজন্ত তাহ দূরে ত্যাগ করি ।