পদাবলী—বলরাম দাস—১৬-১৭শ শতাব্দী। ృఠి :) জুহু জন নয়নে গলয়ে জল-ধার। রোই রোই সখীগণ চলই না পার ॥ থেনে ভয়ে সচকিত নয়নে নেহার। গলিত বসন ফুল কুন্তল-ভার ॥ নুপূৰ্ব-আভরণ আঁচরে নেল। দুহু অতি কাতরে দুহু পথ গেল । পুন পুন হেরইতে হেরই না পায়। নয়নক লোর হি বসন ভিগায় (১)। চলইতে হেরল নিকটহি গেহ। পীত বসনে সব গোপই দেহ ॥ চিকন তনুয়া বসনে বেয়াপি (২) । অলপে অলপে চলে পদযুগ চাপি ॥ নিজ-মন্দিরে ধনী আওলি দেখি । গুরুজন-গৃহে পুন সচকিতে পেথি (৩) ৷ তুরিতহি বৈঠলি মন্দির-মাঝে। শুতলি সুন্দরী আপন-শেষে ॥ নিতি নিতি ঐছন দুছক বিলাস। নিতি নিতি হেরব বলরাম দাস ॥ খণ্ডিত । দেখ সখি হেরি কিয়ে নাগর-রাজ । বিপরীত বেশ বিভূষণ হেরিয়ে কোন করল ইহ কায। চুলি চুলি চলত খলত পুন উঠত আওত ইহ মঝু কান্ত। স্থল-পঙ্কজ-দল নয়ন-যুগলবর যামিনী জাগি নিতান্ত ৷ মুখ-বিধুরাজ মলিন অব হেরিয়ে অরুণ-কিরণ ভয় লাগি। অলক-নিকর উড় ভাল-গগণ-পর নিশি অবসান ভয় ভাগী ৷ শুামের অঙ্গে নীল অম্বর কিয়ে জলদে জলদ মিলি গেল। দুৱহি দিগ-বসন যন্ত হেরি রে ঐছন মরমহি ভেল। টলমল চরণ-যুগল মণি-মঞ্জীর বনরঝনর ঘন বাজে। , কহ বলরাম দাস ইহ বিপরীত হেরত নাগর-রাজে ৷ (১) ভিজায়। (২), ব্যাপিয়া। (৩) দেখিয়া । -
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১১৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।