s বঙ্গ-সাহিত্য-পরিচয়। আল কাহাঞিল। রাধা বিরহ দহনে। দগধিনী ভৈলী (১) তোহ্মার শরণে ॥ ধ্রু ॥ অহোনিশি মদন মারে তারে শরে । হৃদয়ে নলিনীদল সংনাহা করে ॥ সবখন বস তোহ্মে তাহার আস্তরে । র্তেসি তোহ্মা রাখিবারে পরকার (২) করে । নয়ন-সলিল পড়ে বদনে তাহার। রাহুঞ (৩) গিলিল যেন চান্দ সুধাধার। তোহ্মাক লিখিত কাহ্ন মদন-রূপ। প্রণামগণ করে কহিলো সরূপ। (৪) তোহ্মাক সংমুখ দেখি আধিক চিন্তনে। হাসে রোষে কান্দে কাম্পে ভয় করে মনে ॥ ঘর বন ভৈল তার জাল সর্থীগণে । নিশাসে বাঢ়ে বিরহ দারুণ দহনে ॥ বনের হরিণী যেন তরাসিনী মনে । দশ দিশি দেখে রাধা চকিত নয়নে ॥ দয়া করি এবে তাক দেহ আলিঙ্গনে। গাইল বড় চণ্ডিদাস বাশুলীগণে ॥ চণ্ডিদাসের পদাবলী। শ্ৰীকৃষ্ণের পূর্বরাগ, রাধার রূপ। ( , ) থির বিজরী-সম গৌরী দেখিয়ু ঘাটের কূলে। কানড় (৫) ছান্দে (৬) কবরী বান্ধে নবমল্লিকার মালে। সখি মরম কহিনু তোরে । আড় নয়নে ঈষৎ হাসিয়া বিকল করিল মোরে। (১) হইল। (২) নানা প্রকার উপায়। (৩) রাহুতে। (৪) মদন মূৰ্ত্তি যে তুমি কৃষ্ণ তোমাকে অঙ্কিত করিয়া রাধা অনেক (৬) কানড় পুষ্পের আকার অন্ত্রকরণ করিয়া । -
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।