পদাবলী—ঘনশ্যাম দাস–১৭শ শতাব্দী। >ob"> অনুনয়-বচন না শুনবি জানি । চরণে পসারল সে নিজ পাণি ॥ - লোচন-লোরে কছু নাহি হেরি। বৈঠলি তুহু পুন আনন ফেরি ॥ (১) অবনত-মুখ যব চলু নিজ-বাস। কি করব অব ঘনশু্যাম দাস ॥ এ সখি যত হি বিনতি পহু কেল (২) । সে সব অবতৰ্হি আহুতি ভেল। পরিহরি সো গুণ রতন-নিধান । স্বতন হি যো হাম রাখলু মান ॥ সে অব কান অনল সম হোই। দগধয়ে নীরস দারু-হিয়া মোই। (৩) মুখরিত পিককুল যাজক তায়। (৪) তহি মলয়ানিল রচই সহায় ॥ জানলো দৈব বিমুখ যাহে হোয়। তাকর (৫) তাপ না মেটয়ে কোয় ॥ ভরমহু মৰু মনে নাহি এত ভাণ। রোখি (৬) চলব কিয়ে নাগর কণন ॥ শুনইতে রাইক ঐছন ভাষ। জরজর ভেল ঘনশ্যাম দাস ॥ প্রেম-বৈচিত্র্য । আজু হাম যাইতে যমুনা একান্ত। একলি নেহরি আগেরল পন্থ ॥ চৌদিকে সচকিত পুনপুন হেরি। ঈষৎ হাসি পুছত বেরি বেরি (৭)। (১) চক্ষু-জলে তিনি কিছু দেখিতে পাইলেন না, তুমি মুখ ফিরাইয় বসিলে । (২) করিল। (৩) সেই কানু এখন অগ্নির মত হইয়া আমার শুষ্ক-চিত্ত দগ্ধ করিতেছে। (৪) মুখর কোকিলগণ হোম-ক্রিয়ার পুরোহিত-স্বরূপ হইয়াছে। (৫) তাহার। (৬) রোখি =রাগ করিয়া । (৭) বেরি বেরি = বারংবার। טאO\כי
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।