〉ob"8 বঙ্গ-সাহিত্য-পরিচয় । কিয়ে ঘর বাহির নাহি সমিত (১)। যত উপচারত তইি বিপরীত ॥ হিমকর হেরি হুতাশন ভান। ঘরে পৈঠইি ভয়ে মুদি নয়ান । কোকিল-কলরবে কুলিশ গেয়ান। হরি হরি বোলি ততহিঁ মুরছান। গরল গরল কিয়ে মলয়জ ভাস। কি করব কহ ঘনশ্রাম দাস ॥ হিয়ে বিরহানল জলত নিরন্তর লখয়ি না পারয়ে কোই। যন্ত বাড়বানল জলনিধি-অন্তর বাহিরে বেকত নাহি হোই ॥ সুন্দরি কে কহু কামু স্বতন্ত্র। (২) তুয়া গুণ নাম সতত অবলম্বন যৈছে যৈছে গুপত জপ-মন্ত্র। তোহারি সম্বাদ শুনল যব মো সঞে ধৈর্য ভেল উদাস। দীর্ঘ নিশ্বাস নয়ন জল ছলছল গদগদ রোধল ভাষ ॥ নখর-শিখরে (৩) লেখি বুঝায়ল কহয়িতে নাহি যছু ঠাম। (৪) মরমক বেদন মরমে সমাপয়ি সো ঘনশুমের নাম ॥ ডাকে ডাহুক ঝমক ঝমকল ঝারি ঝলকত ঝারিয়া । ডিশুিমায়িত মণ্ডুকীবর ময়ূর নাচত সাজিয়া ॥ রে ঘন ঘন ঘন গহন দূর্গহ গগনে ঘন ঘন গৰ্জ্জিয়া। আওয়ে রতিপতি মত্ত গজ-পর বিরহিণীগণ তর্জিয় ॥ হানে তনু মন পলক পলকন ঝলকে যামিনী কাতিয়া । খুৱধার-খরণ উঘারি ঝাকত বীররস-ভরে মাতিয়া। অরবিন্দ নাহি পর জীউ সংহর অসম সরবর থস্তিয়া । নন্দ-নন্দন-চরণে ভণ ঘনশ্রাম দাস নমস্তিয়া ॥ (১) সমিত = সম্বিত=জ্ঞান। (২) সুন্দরি, কে বলে যে কামু (স্বতন্ত্ৰ ) স্বাধীন, ( সে নিতান্ত তোমারই অধীন । ) (৩) অগ্রভাগে । ". (৪) কথা কহিবার শক্তি নাই, তাই নখগে লিখিয়া দেখাইল ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।