〉ob-b。 বঙ্গ-সাহিত্য-পরিচয় । মিলন । যাবক রচয়িতে সচকিত লোচন পদ সঞে বদন সঞ্চার। অধর-রাগ সঞে বুঝি অনুমানয়ে কেন অধিক উজিয়ার ॥ (১) দেখ সখি কানুক রঙ্গ । রাইক বেশ বনায়ত অভিমত নিরখি নিরথি প্রতি অঙ্গ ॥ চরণ-বিভূষণ মণিগণে উয়ল স্যাম-মুরতি পরতেক । (২) হেরব লাখ নয়নে হেন মানিয়ে অতএ সে ভেল অনেক ॥ (৩) কিয়ে প্রতিবিম্ব-দম্ভ সঞে নিজ তন্তু চরণ নিছনি পরকাশ । (৪) সম্বর বৈরি (৫) বিজয় বেকত ভেল কহ ঘনশ্রাম দাস ॥ চন্দন-বিন্দু ইন্দু পরিশোভিত মৃগমদ-রচিত অগুর। (৬) সিন্দূর সিখী বীথি যন্ত পায়ল ভালুক কিরণ উজোর। (৭) দেখ সখি অপরূপ গঠান । সহজই ঝলমল ও মুখমণ্ডল আর তাহে পিয়াক বনান। (৮) আপন বৈদগধি কৈছে হোত সিধি মনহি অনুমানি। (৯) রাইক সমুখে ধরল মুরলীধর মণিময় দরপণ আনি ॥ (১) সচকিত চক্ষে রাধার পদে আলতা পরাইবার সময় পদনখে শ্ৰীকৃষ্ণের মুখ বিম্বিত হইল এবং অধরের রক্তিমাভা পদনখে পড়াতে তাহ আরও উজ্জ্বল হইল। (২) পরতেক =প্রত্যেক। চরণে যে সকল মণির অলঙ্কার পরাইল তাহার প্রত্যেকটিতে শুামের মুক্তি উদিত হইল। (৩) লক্ষ চক্ষে দেখিবার জন্তই যেন বহুসংখ্যক শুম-মূৰ্ত্তি ধারণ করিলেন । (৪) খাম-মূৰ্ত্তির প্রতিবিম্বের দন্তে (গৌরবে ) রাধিক তাহার নিজ চরণ ও তনু নিছনি স্বরূপ করিল। (৫) কৃষ্ণ । (৬) চন্দন-বিন্দু মৃগমদ ও অগুরু শোভিত ইন্দুর মত দেখাইল । (৭) উজ্জ্বল সিন্দুর সিঁর্থীর পাশ্বে যেন ভানুর উজ্জ্বল কিরণ বিকীর্ণ করিতে লাগিল । (৮) মুখ স্বভাবতঃ সুন্দর, তার উপর আবার প্রিয়ার রচিত বেশবিদ্যাস । (৯) আপনার হস্ত-বিরচিত বেশভূষা কিরূপ হইল, তাহ দেখাইবার জন্ত ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।