পদাবলী—বিবিধ পদকৰ্ত্ত—১৫শ-১৮শ শতাব্দী । - > రిసి) বাহুদেব ঘোষ । বামুদেব ঘোষ, মাধব ঘোষ ও গোবিন্দ ঘোষ তিন সহোদর, ইহারা মহাপ্রভূর সমকালবৰ্ত্তী। গৌরাঙ্গ-সম্বন্ধে যে সমস্ত পদকৰ্ত্ত কীৰ্ত্তন রচনা করিয়াছেন, তন্মধ্যে বাস্থ ঘোষ সৰ্ব্বশ্রেষ্ঠ । বর্তমান দিনাজপুরের মহারাজ গোবিন্দ ঘোষের বংশধর। বিশেষ বিবরণ “বঙ্গভাষা ও সাহিত্যের” ৩১০ পৃষ্ঠায় দ্রষ্টব্য। জয় জয় কলরব নদীয়া-নগরে । জনম লভিলা গোরা শচীর উদরে ॥ ফাল্গুন-পূর্ণিমা-তিথি নক্ষত্র ফন্তুন । শুভক্ষণে জনমিলা গোরা দ্বিজমণি ॥ পূর্ণিমার চন্দ্র জিনি করিল প্রকাশ। দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ । দ্বাপর যুগেতে ভেল কৃষ্ণ-অবতার। আপনি করিল সব অসুর-সংহার ॥ শচীর উদরে এবে গোরা-অবতার। কলিযুগের জীব গোরা করিতে নিস্তার ॥ বাসুদেব ঘোষ কহে মনে করি আশা। গোরা-পদ-দ্বন্দ্ব সদা করিয়া ভরসা ॥ গোষ্ঠ-লীলা গোরাচাদের মনেতে পড়িল । ধবলী শামলী বলি সঘনে ডাকিল ॥ শিঙ্গ বেণু মুরলী করিয়া জয়-ধ্বনি । হৈ হৈ করিয়া ঘন ফিরায় পাচনি ॥ রামাই সুন্দরানন্দ সঙ্গে মুকুন্দ। গৌরীদাস আদি সবে পাইল আনন্দ ॥ বাসুদেব ঘোষে গায় মনের হরিষে । গোষ্ঠলীলা গোরাচাদ করিল প্রকাশে ॥ আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল। নদীয়ার মাঝে গোরা দান সিরজিল ॥ (১) দান দেহ বলি ডাকে গোরা দ্বিজমণি । বেত্ৰ দিয়া আগুলিয়া রাখয়ে তরুণী ॥ " (১) দান সিরজিল =দানের স্বষ্টি করিল। গোপীদিগের বিকিকিনি ব্যাপারে কৃষ্ণ “দান” আদায় করিয়া বেড়াইতেন। তাহা হইতেই প্রসিদ্ধ “দানলীলার সৃষ্টি
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৩৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।