পদাবলী—বিবিধ পদকৰ্ত্ত—১৫শ-১৮শ শতাব্দী। రి సిరీ বাস্থ ঘোষ বলে গৌরাঙ্গ আইলে এখনি কহিব তারে। হেথা না আয়ল রজনী বঞ্চল আছিল কাহার ঘরে ॥ আজু কেন গৌরাঙ্গ-র্চাদের বিরস বদন। রজনী জাগাইতে অরুণ-নয়ন ॥ অলসে অবশ গোরী কিছুই না চায়। চুলিয়া ঢুলিয়া পড়ে দেখিতে না পায় ॥ আজু রজনী বঞ্চিলা কারু-সনে। চাদ-মুখ শুকাইছে কিসের কারণে । বাসুদেব ঘোষ বলে গোরা কেন কান্দে । না জানি ঠেকেছে গোরা কার প্রেম-ফান্দে ॥ ধিক যাউ এ ছার জীবনে। পরাণের পরাণ গোরা গেল কোন খানে ॥ গোরা বিনে প্রাণ মোর আকুল বিকল। নিরবধি আঁখির জল করে ছল ছল ॥ না হেরব চাদ-মুখ না শুনিব বাণী । হেন মন করে গোরা বিনু পশিমু ধরণী ॥ গেল সুখ-সম্পদ যত পহু কৈল । শেল-সম সে মোর হৃদি রহি গেল । গোরা বিনে নিশি দিশি আন নাহি মনে । নিরবধি চিন্ত মুই নিধনিয়ার (১) ধনে ॥ রাতুল চরণ-তল অতিশয় শোভা । যাহা লাগি মন মোর অতিশয় লোভা ॥ ডাহিনে (২) আছিল বিধি এবে ভেল বাম। কহে বাসুদেব ঘোষ স্মরি গুণগ্ৰাম ॥ হরি হরি কি না হইল নদীয়া-নগরে। কেশব ভারতী আসি কুলিশ পাড়িল গো রসবতী পরাণের ঘরে ॥ ধ্রু ॥ প্রিয় সহচরীগণে যে সাধ করিল মনে সে সব স্বপন-সম ভেল। গিরি পুরী ভারতী আসিয়া করিল যতি আঁচলের রতন কাঢ়ি নিল । নবীন বয়স বেশ কিবা সে চাচর-কেশ মুখে হাসি আছয়ে মিশাইয়া । আমরা পরের নারী পরাণ ধরিতে নারি কেমনে বঞ্চিবে বিষ্ণুপ্রিয় ॥ (১) নির্ধনের। - (২) প্রসন্ন।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।