৯৭০ বঙ্গ-সাহিত্য-পরিচয় । ( 9 ) বেলি অবসানে দেখিয় সে জনে পথেতে আইসে সে। জুড়াইল সকল নয়ন-যুগল চিনিতে নারিনু কে ॥ সখি রূপ কে চাহিতে পারে। অঙ্গের আভা বসন-শোভা পাসরিতে নারি তারে। পরি নীল সাড়ী মোহন কবরী উলটিতে দেখিকু পাশ (১)। কি আর পরাণে (২) সুপিব (৩) চরণে হইব তাহারি দাস ॥ * * * শোভিছে হিয়ার মাঝে । মন্দ মন্দ যায় ঈষৎ ঈষৎ চায় ঘন না চায় লোক-লাজে৷ কিবা সে ভঙ্গিমা কি দিব উপমা চলন কুঞ্জর-গতি। কোন ভাগ্যবানে পাল্য কোন দানে (৪) সেবিয়া উমা-পাৰ্ব্বতী ॥ চণ্ডিদাস কয় যুবতী সে নয় বধিতে নাগর জনে। অমিয়া আনিয়া যতন করিয়া গড়িল বিধি অনুমানে (৫) ॥ ( 8 ) মোহন রমণী পেখলু আপনি আভরণ শোভিত গায়। হেরিতে হেরিতে বিজরীময় (৬) হিয়ার ধৈর্য নয় ॥ চাহনি মোহনী থোর (৭)। মরমে লাগিল হেরিয়া গো জীল রূপের নাহিক ওর ॥ দশন-কাতি মুকুতার ভাতি হাসিতে উগরে শশী। পরাণ-পুতলী হইল পাগলী মরমে রহিল পশি । শুধুতে হিয়া রহিল পড়িয়া পরাণ নিল তায়। চণ্ডিদাসে কয় পুন দেখা হয় তবে সে পরাণ পায় । ( t ) নবীন কিশোরী মেঘের বিজরী চমকে চলিয়া গেল। (৮) সঙ্গের সঙ্গিনী যতেক রমণী তত হি উদিত ভেল ॥ কতু না দেখিএ এমন নারী। ভঙ্গিম রঙ্গিম ঘন যে চাহনি গলায় মোতিম হারি (৯)। (১) একটু ফিরিয়া দাড়াইতে তাহার পাশ্বদেশ দেখিলাম। (২) প্রাণে আর কাজ কি ? (৩) সমৰ্পণ করিব। (৪) কোন দানের ফলে। (৫) এই অনুমান হয়। (৬) বিদ্যুৎপ্ৰভা ৷ (৭) থোর = হিন্দী থোরা = ঈষৎ । (৮) “সই ভাল করি পেখন না ভেল। মেঘমালা সঙ্গে তড়িত লত যন্ত হৃদয়ে শেল দেই গেল।”—বিষ্কাপতি। (৯) হার ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।