পদাবলী—বিবিধ পদকৰ্ত্ত—১৫-১৮শ শতাব্দী। :eరి বৈশাথে চম্পকলতা নুতন গামছা । দিব্য ধৌত কৃষ্ণকেলি বসনের কোচ ॥ কুঙ্কুম চন্দন অঙ্গে সরু পৈতা কাধে। সে রূপ না দেখি মুই জীব (১) কোন ছাদে । ও গৌরাঙ্গ পছ হে বিষম বৈশাখের রৌদ্র । তোমা না দেখিয়া মোর বিরহ-সমুদ্র ৷ জ্যৈষ্ঠের প্রচণ্ড তাপ প্রকাণ্ড সিকতা । কেমনে বঞ্চিবে প্রভূ পদাম্বুজ রাত ॥ সোঙরি সোঙরি প্রাণ র্কাদে নিশি দিন । ছট্ফট্ করে যেন জল বিস্তু মীন। ও গৌরাঙ্গ পহু হে নিদারুণ-হিয়া । আনলে প্রবেশি মরিবে বিষ্ণুপ্রিয় ॥ আষাঢ়ে নূতন মেঘ দাজুরীর নাদে। দারুণ বিধাতা মোরে লাগিলেক বাদে ৷ শুনিয়া মেঘের নাদ ময়ূরীর নাট। কেমনে যাইব আমি নদীয়ার বাট ॥ ও গৌরাঙ্গ পহু মোরে সঙ্গে লৈয়া যাও । যথা রাম তথা সীতা মনে চিন্তি চাও ৷ শ্রাবণে গলিত ধারা ঘন বিল্লাল্লতা । কেমনে বঞ্চিব প্রভু কারে কৰ কথা । লক্ষ্মীর বিলাস-ঘরে পালঙ্কে শয়ন। সে চিন্তিয়া মোর না রহে জীবন ॥ ও গৌরাঙ্গ পহু হে তুমি বড় দয়াবান । বিষ্ণুপ্রিয়া-প্রতি কিছু কর অবধান । ভাদ্রে ভাস্বত তাপ সহনে না যায়। কাদম্বিনী-নাদে নিদ্রা মদন জাগায় ॥ যার প্রাণনাথ প্রভু না থাকে মন্দিরে । হৃদয়ে দারুণ শেল বজ্ৰাঘাত শিরে ॥ ও গৌরাঙ্গ পহু হে বিষম ভদ্রের খরা। প্রাণনাথ নাহি যার জীয়ন্তে সে মরা ॥ আশ্বিনে অম্বিকা-পূজা দুর্গ মহোৎসবে। কাস্ত বিল যে দুর্থ তা কার প্রাণে সবে ॥ (১) প্রাণ ধারণ করিব।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৪৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।