পদাবলী—বিবিধ পদকর্ত—১৫-১৮শ শতাব্দী। ృ ) రి ( আষাঢ়েতে রথযাত্রা দেখি লোক ধন্ত । আমার যৌবন-রথ রহিয়াছে শূন্ত ॥ শ্রাবণে নূতন বস্তা জলে ভাসে ধরা। কান্ত লাগি চক্ষে মোর সদা জল-ধারা ॥ ভাদ্রমাসে জন্মাষ্টমী হরি-জন্মমাস। সবার আনন্দ কিন্তু মোর হা হুতাশ ॥ আশ্বিনে অম্বিকাপূজা সুখী সব নারী। কাদিয়া গোঙাই আমি দিবস শৰ্ব্বরী ॥ কীৰ্ত্তিকে হিমের জন্ম হয় হিমপাত । ভয়ে মরে বিষ্ণুপ্রিয়ার শিরে বজ্রাঘাত ॥ আঘনে নবান্ন করে নূতন তণ্ডুলে। । অন্ন জল ছাড়ি মুঞি ভাসি এ অকুলে ৷ পোষে পিষ্টক আদি খায় লোকে সাধে । বিধাতা আমার সঙ্গে সাধিয়াছে বাদে ॥ মাঘের দারুণ শীতে কঁপিয়ে বাঘিনী । একেল কামিনী আমি বঞ্চিব যামিনী ॥ ফাগুনে আনন্দ বড় গোবিন্দের দোলে। কান্ত বিনু অভাগী দুলিবে কোন ছলে ॥ চৈত্রে বিচিত্র সব বসন্ত-উদয় । লোচন বলে বিরহিণীর মরণ নিশ্চয় ॥ রায় বসন্ত । ইনি যশোহরের রাজা প্রতাপাদিত্যের খুল্লতাত । সর্থীর বচনে ধনী-হিয়া আনন্দিত পিয়া-মিলন-অভিলাষে । নয়ন বয়ান পুন পরশ বিলোকন সহচরী পরম উল্লাসে ॥ কেহ কঙ্কতি (১) করে কেশ বেশ করু কবরী মালতী-মালে। পরিকরে দরপণ বদন বিলোকই বিমল করত সীথি ভালে ॥ সুন্দর সিন্দুর তাহে বনায়ই অঞ্জন অঞ্জই নয়ানে। মৃগমদ চন্দন তিলক নব কুসুম পত্রাবলী-নিরমাণে ॥ কেহ তহিঁ সোপল রতন-সাঁথি-ফল সে ছবি উপমা কি আনে । যন্ত নিশিনাথ নিয়ড়ে কিয়ে দিনমণি উয়ল হেন মানে ॥ (১) কল্পতি=র্কাই=চিরুনী। రిన
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৪৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।