: eు বঙ্গ-সাহিত্য-পরিচয় । নাসায়ে বেশর মোতিম মধুর ছবি মণিকুণ্ডল দোলে শ্রবণে । মাধবিক কঙ্কণ বিবিধ ভূষণ নীল বসন পরিধানে। উর-উপর মোতিম হার মনোহর কিঙ্কিণী সুমধুর কলনে (১)। মণিময় মঞ্জীর ঘুঙ্গুর বাজত কলয়তি রাতুল-চরণে ॥ করিবর-ভীতি গমন অতি মন্থর কত লাবণি অভিসারে । পদ-পল্লব ভুবন-পাবন ভেল ভূষিত রায় বসন্ত বলিহারে । যদুনন্দন। ইহার নিবাস মালিহাটি গ্রামে। ইনি বৈজ-বংশোদ্ভব। জন্ম—খৃষ্টাব্দ ১৫৩৭ ৷ কহ কহ সুবদনি রাধে । কি তোর হইল বিআধে ॥ কেনে তোরে আনমন দেখি । কাহে নখে ক্ষিতি-তলে লেখি ॥ হেম-কান্তি ঝামর হইল। রাঙ্গা বাস খসিঞ পড়িল ৷ আখিযুগ অরুণ হইল। মুখ-পদ্ম শুকাইয়া গেল। কি লাগিয়া এমন হইলা । না কহিলে ফাটি যায় হিয়া ॥ এত শুনি কহে ধনী রাই। এ যদুনন্দন মুখ চাই ॥ যদি কৃষ্ণ অকরুণ হইলা আমারে। তাহাতে বা কেবা দোষ দিলেক তোমারে ॥ না কান্দিহ আরে সখি কহিএ নিশ্চয়ে। কৃষ্ণ বিনে প্রাণ মুঞি না রাখিমু দেহে ॥ উত্তর-কালের এক করিহ সহায়। এই বৃন্দাবনে যেন মোর তন্ত্র রয়। (১) কলনে=রবে।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৫০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।