ՏԳՀ t বঙ্গ-সাহিত্য-পরিচয় । শ্রীরাধিকার পূর্বরাগ। ( > ) সই কেবা শুনাইল শুাম-নাম । কাণের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ ॥ না জানি কতেক মধু শুম নামে আছে গো বদন ছাড়িতে নাহি পারে। জপিতে জপিতে নাম অবশ করিল গো কেমনে পাইব সই তারে। নাম পরতাপে (১) যার ঐছন করল গো অঙ্গের পরশে কিবা হয়। যেখানে বসতি তার নয়নে দেখিয়া গো যুবতী ধরম কৈছে রয়। (২) পাশরিতে করি মনে পাশরা না যায় গো কি করিব কি হবে উপায়। কহে দ্বিজ চণ্ডিদাসে কুলবতী-কুল নাশে আপনার যৌবন যাচায় ॥ ( & ) ঘরের বাহির দণ্ডে শতবার নিত্য নিত্য আস্তে যায়। মন উচাটন নিশ্বাস সঘন কদম্ব-কাননে চায় ॥ সই এমন কেন বা হলে। গুরু দুরু জনে ভয় না মানিলে কোথা কি দেবতা পালে ॥ (৩) সদাই চঞ্চল বসন-অঞ্চল সম্বরণ নাহি করে। বসি থাকি থাকি উঠএ চমকি বসন খসাইয় পরে ॥ বএসে কিশোরী রাজার ঝিয়ারী তাহে কুলবধু বালা । কিবা অভিলাষ বাড়াইলা আশ না বুঝি তোমার ছলা ॥ তোমার চরিত হেন বুঝি রাত হাত বাঢ়াইলে চান্দে। করি অনুনয় চণ্ডিদাসে কয় ঠেকিলে বন্ধুর ফাঁদে ॥ ( 9 ) রাধার কি হল্য অন্তরে বেথা । বসিয়া বিরলে থাকএ একলে না শুনে কাহার কথা ॥ সদাই ধেয়ানে চাহে মেঘ পানে না চলে নয়ন-তারা। বিরতি আহারে রাঙ্গ বাস পরে মহযোগিনীর পার । , (১) প্রতাপে । (২) নাম-জপ ইত্যাদি দ্বারা এই পদে সাধারণ নায়ক-নায়িকার প্রেমাপেক্ষা শ্রেষ্টতর উদ্ধ ভক্তি-রাজ্যের কথা সুচিত হইতেছে। (৩) গুরু-ব্যক্তি এবং দুৰ্জ্জনের নিন্দার ভয় নাই—তোমাকে কোন দেবতা পাইয়াছে। , j
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।