বঙ্গ-সাহিত্য-পরিচয় । নাম গাম কহ কুল অবলম্বন ব্রজে আগমন কিয়ে কায । সুখময়ী নাম মথুরাপুর যদুকুল গুণিজনে পীড়ই রাজা । ধনী কহে তুয়া গুণে রিঝি প্রসন্ন ভেল মাগহ মানস যোয়। মনোরথ কৰ্ম্ম যাচলি যদি সুন্দরি মান-রতন দেহ মোয় ॥ হাসি মুখ মোড়ি পীঠ দেই বৈঠল কান্ত কয়ল ধনী কোর। টুটল মান বাঢ়ল কত কৌতুক ভূপতি কে করু ওর । গদগদ নাগর যুড়ি দুই পাণি। কহইতে বদনে না নিকশয়ে বাণী ॥ চাহ মুখ তুলি রাই চাহ মুখ তুলি । পরশিতে চাহি তুয়া চরণের ধূলি। অভিমান দূরে করি চাহ একবার। দূরে যাউ সব মোর হিয়ার আঁধার ॥ বদন-কুঞ্জর পর বৈঠল মোহ বৃন্দাসখী-মুখ চাই। যোড়ি যুগল-কর মিনতি করত কত তুরিতে মিলায়বি রাই। হাম পর রোখি বিমুখতৈ সুন্দরী যবহু চলিল গেহা । মদন-হুতাশনে মঝু মন জারল জীবনে না বান্ধই দেহ ॥ তুহু অতি চতুরী-শিরোমণি নাগরী তোহে কি শিখায়ব বাণী । তুহু বিনে হামারি মরম নাহি জানত কৈছে মিলায়বি আনি ॥ চন্দন চাদ পবন ভেল রিপুসম বৃন্দাবন বন ভেল। ময়ুর কোকিল কত ঝঙ্কারে দেয়ত মকু মনে মনমথ শেল । ছলছল নয়ান বয়ান ভরি রোয়ত চরণ পাকড়ি গড়ি যায়। হা হা সে ধনী হামে না হেরব সিংহ ভূপতি রস গায় ॥ শুন শুন গুণবতী রাই। তোবিনু আকুল কহাই । কিশলয় শয়ন উপেখি । ভূমি উপরে নখ লেখি ॥ তেজ ধনি অসময় মান । কাহ্নক তুছ সে নিদান ॥ তুয় মুখ হৃদি অবগাই। বিলপয় অবধি ন পাই ॥
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৬৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।