পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গদাবলী—বিবিধ পদকর্তী—১৫-১৮শ শতাব্দী ৷ ১১২১ যো জগজীবন জান । তকর জলত পরাণ ॥ ভূপতি কি কহব তোয়। তোহে সে পুরুষ-বধ হোয় ॥ বীরহান্ধীরের পদ । বীরহাম্বীর বনবিষ্ণুপুরের রাজা ; শ্ৰীনিবাস আচাৰ্য্য কর্তৃক বৈষ্ণবধৰ্ম্মে দীক্ষিত হন। ইনি কোন কোন স্থলে চৈতন্তদাস নামে পদ রচনা করিয়াছেন। প্রভু মোর শ্ৰীনিবাস পুরাইল মোর আশ তুয়া বিনা গতি নাহি আর । আছিনু বিষয়-কীট বড়ই লাগিল মিট ঘুচাইল রাজ-অহঙ্কার। করিতু গরল পান সে ভেল হানিল বাণ দেখাইল অমৃতের ধার। পিব পিব করে মন সব লাগে উচাটন এমতি প্রেমের ব্যবহার। রাধা-পদ সুধারাশি সে পদে করিলা দাসী গোরা-পদে বান্ধি দিল চিত । শ্রীরাধার মন-সহ দেখাইলা কুঞ্জ-গেহ জানাইলা দুহু প্রেম প্রীত ৷ যমুনার কুলে যাই তীরে সর্থী ধাওয়াধাই রাধা কান্ত বিলসয়ে রূপ । এ বীরহাম্বীর-হিয়া ব্ৰজপুর সদা ধিয়া (১) পদ্মে যেন বিহরে মধুপ ॥ বসিয়া থাকিয়ে যবে আসিয়া উঠায় ভাবে লইয়া যায় যমুনার তীর। কি করিতে কি না করি সদাই বুরিয়া মরি তিলেক নাহিক রহি স্থির ॥ । (১) ধ্যান করিয়া। > 8)