পদাবলী—চণ্ডিদাস–১৪শ শতাব্দী। o ৯৭৩ আল্যাইয়া বেণী ফুলের গাথনি দেখয়ে আপন চুলি । সহাস বদনে চাহে মেঘ পানে কি কহে দু হাত তুলি ৷ এক দিঠি করি ময়ুর ময়ুরী কণ্ঠ করে নিরর্থনে। চণ্ডিদাসে কয় নব পরিচয় কালিয়া বঁধুর সনে। (১) ( 8 ) আমি সে অবলা অথল-হৃদয়া ভাল মন্দ নাহি জানি । বসিঞ বিরলে লেখা চিত্রপটে বিশখা দেখাল আনি ॥ হরি হরি এমন কেন বা হল। বিষম বাঢ়ল অনল-শিখায় আমারে ফেলিয়া দিল ॥ বএসে কিশোর অতি মনোহর অতি সুমধুর রূপ। নয়ন-যুগল করএ শীতল অমিয়া-রসের কূপ ৷ নিজ পরিজন সে জন আপন বচন বিশ্বাস করি । চাহিতে তা পানে পশিল পরাণে বুক বিদারিয়া মরি। চাহি ছাড়াইতে ছাড়া না যায় চিতে এখন করিব কি। কহে চণ্ডিদাসে শুম-নবরসে ঠেকিলে রাজার বী। ( & ) সই কিবা সে শু্যামের ছবি। কোটি মদন যন্ত নিন্দিত শু্যাম-তনু উদয় হৈয়াছে শশী রবি ৷ কিবা অপরূপ অমিয়া স্বরূপ নয়ন জুড়ায় চায়্যা। হেন মনে লয় নহে কুল-ভয় কোলে করি গিয়া ধায়া ॥ এমন মুরতি করিলে পাগলী রহিতে নারিনু ঘরে। সভারে (২) কহিয়া বিদায় হইব কি মোর আপন পরে ॥ ধরম করম দুরে তেয়াগিলু মনেতে লাগিল যে। চণ্ডিদাসে কয় আপনার মনে বুঝিয়া করিব সে ॥ (১) এই পদে কৃষ্ণবর্ণে অনুরাগ বশতঃ রাধা মেঘ, নিজের চুল এবং ময়ুর-ময়ূরীর কণ্ঠ দর্শন করিয়া প্রীত হইতেছেন। র্তাহার স্বল্পাহার, গেরুয়া পরিধান ও মহযোগিনীর সঙ্গে উপমা দ্বারা ভক্তির উচ্ছ,সি ও ধৰ্ম্মজীবন স্বচিত হইতেছে | - - - - - - , , (২) সকলকে।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।