পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১২৬ বঙ্গ-সাহিত্য-পরিচয় । হরি হরি কৈছে চলৰ কুহু-রাতি। না বুঝত কণ্টক শঙ্কট বাটহি মার গোঙার-বর রাতি ॥ যো পদ শারদ-কোকনদ-দলহি ধূলি-পরশে সীতিকার (১)। উচ নীচ কিচবীচ (২) অব সো পদ কৈছনে করব সঞ্চার ॥ চলইতে চঙকি নগর পুর বাহির গুরু দুরুজন দুরবার। গতি অতি গোপত বেকত ভয়ে ভাবিত জগদানন্দ নাচার ॥ মাধব । কালিন্দীর এক দহে কালিনাগ তাহ রহে বিষজল দহন-সমান । তাহার উপরে বায় পার্থী যদি উড়ি যায় পড়ে তাহে তেজিয়া পরাণ ॥ বিষ উথলিয়ে জলে প্রাণী যায় যদি কুলে জলের বাতাস পাঞ মরে । স্থাবর জঙ্গম যত কুলে মরিয়াছে কত বিষ-জাল সহিতে না পারে। দেখি যদুনন্দন দুষ্ট-দপ-বিনাশন উঠিলেক কদম্বের ডালে। তাহার উপরে চড়ি ঘন মালশাট মারি ঝাপ দিলা কালিদহ-জলে ॥ দেখিয়া রাখালগণ কাদিয়া আকুল মন পড়ে সবে মুরছিত হৈয়া। ফুকরি শ্ৰীদাম কান্দে কেহো থির নাহি বান্ধে ক্ষণেকে চেতন সবে পাঞী। কি বলি যাইব ঘরে কি বলিব যশোদারে ধেনু বৎস কাদে উভরায় । শুনিতে এ সব বাণী পাষাণ হইল পানী মাধব অবনী গড়ি যায় ॥ দিবসে আঁধার গোকুল নগর সঘনে কাপয়ে মহী । রুধির বরিখে নয়ন নিমিখে সবাই হেরয়ে আহি ॥ নন্দ যশোমতী গোপ গোপী ততি বিচার করয়ে মনে । বলরাম বিনে সখীগণ সনে কানাই গিয়াছে বনে। যশোমতী কহে দারুণ স্বপন দেখিল্প রজনী-শেষে । আমার গোপালে ভুজঙ্গে বেঢ়ল জারল বিষম বিষে ॥ ব্ৰজবাসী কেবা বাল-বৃদ্ধ-যুা শুনিয়া চলিলা ধাই। যাহা শিশুগণ করয়ে রোদন তাহাই মিলিল যাই ॥ ঝাপ দিলা জলে শুনিয়া সকলে বালকগণের মুখে। অবনী-মাঝারে মুরছি পড়য়ে মাধব কান্দয়ে দুখে ॥ কান্দে ব্রজেশ্বরী উচ্চ-স্বর করি কোথারে গোকুল-চন্দ। ভুলি কার বোলে ঝাপ দিলা জলে ভুজগে হইলা বন্ধ। (১) চমকিত হয় । (R) কঙ্করপূর্ণ পথে। -