) : లిe বঙ্গ-সাহিত্য-পরিচয় । ঘর-মাছ রহত রহই ন পার। কি করব ই সব বিঘিনি বিথার ॥ চড়ব মনোরথ সারথি কাম । তোরিত (১) মিলায়ব নাগর-ঠাম ॥ মন মঝু সার্থী দেত পুতুবার। কহ কবিশেখর কর অভিসার ॥ গগনে অব ঘন মেহ দারুণ সঘন দামিনী ঝলকই । কুলিশ-পাতন শবদ ঝন ঝন পবন থরতর বেগে চলই ॥ সজনি আজু দুরদিন ভেল। কস্ত হমরি নিতান্ত অগুসরি সঙ্কেত কুঞ্জহি গেল । তরল জলধর বরিখে ঝর ঝর গরজে ঘন ঘন ঘোর । শুাম-নাগর একলে কৈছনে পন্থ হেরই মোর ॥ সুমরি মকু তন্তু অবশ ভেল জনি অথির থর থর কাপ । ই মঝু গুরুজন-নয়ন দারুণ ঘোর তিমিরহি বাপ ॥ (২) তোরিতে চল অব কিয়ে বিচারহ জীবন মঝু অগুসার। কবিশেখর-বচনে অভিসর কিয়ে সে বিঘিন বিথার ॥ চিরণী করে ধরি কেশ বেশ করি সীথায়ে দেই সিন্দুর। নানা বেশ করি বসন পরায়ই পায় ধরি পরাএ নুপূৱ । সই পিয়া-গুণ কহনে না যায়। দরিদ্র যেন তিলেক না ছাড়ই রভসে রজনী গোঙায় ॥ সো মোর শ্রম-জল আচরে মোছই দেই বসনক বায়। চুচুক করে ধরি সঘনে নিরখই মুখ ভরি তাম্বুল খাওয়ায়। বৃন্দাবন ভরি রসের বাদর দিন রজনী নাহি জান। কৃপণ-ধন-সম তিলেক না ছোড়ই কবিশেখর পরমাণ ॥ (১) তোরিত =ত্বরিত । (২) একদিকে গুরুজনের তীক্ষ্ণ (দারুণ) চক্ষু (এড়াইব কি করিয়া), অপর দিকে ঘোর তিমিরে ঝাপ দিয়া (অত্যন্ত অন্ধকার-পথে) চলিতে
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৭৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।