পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పిల్చి বঙ্গ-সাহিত্য-পরিচয় । অতি শীতল মলয়ানিল মন্দ মন্দ বহন । হরি বৈমুখ হামারি অঙ্গ মদনানলে দহন ৷ কোকিলাগণ কুহু কুহু স্বরে ঝঙ্কারে অলি কুমুমে। হরি লালসে তনু তেজব পাওব আন জনমে ॥ সব সঙ্গিনী ঘেরি বৈঠত গাওত হরি নামে । যৈখন শুনি তৈখন উঠি নব রাগিণী গানে ॥ ললিতা কোরে করি বৈঠল বিশাখ ধরে আঁটিয়া । শশিশেখর কহত ধনি যাওত জীউ ফাটিয়া ॥ তুঙ্গ মণি-মন্দিরে ঘন বিজরী সঞ্চরে মেঘরুচি-বসন-পরিধান । যত যুৱতীমণ্ডলী পন্থ ইহ পেখলি কোই নহি রাইক সমান ৷ ভাই বিহি তোহারি সুখ লাগি । রূপে গুণে সায়রী স্থজল ইহ নায়রী ধনি রে ধনি ধন্ত তুয়া ভাগী ॥ দিবস অরু যামিনী রাই অনুরাগিণী তোহারি হৃদিমাঝে রহু জাগি । প্রতি দিবস নেতুন রাই মৃগী-লোচনা অতএ তুহু উহারি অনুরাগী । রতন-অট্টালিকা-উপরে বসি রাধিক হেরি হেরি অচল পদ পাণি ৷ রসিক জন-মানসে হরিগুণ মৃধারসে জাগি রহু শশিশেখর-বাণী ॥ আধ জল কালিন্দী-কিনারে কুলকামিনী নলিনী-দল-শ্যে শোয়াই। মৃণাল-তন্তু নাসা-পরি রাখি ঘন ডাকত রাই রাই ॥ (১) সবহু ব্ৰজ-বালক আকুল ব্রজমণ্ডলে সুবল কণ্ঠাগত-প্রাণ - শারী শুক কপোতকুল তুহু লাগি সমাকুল কোকিলা না করতহি গান ৷ ধেনু সব উৰ্দ্ধমুখ বৎস মথুরা-পথ ভক্ষ দূর নয়নে বহে বারি। বৃক্ষ সব আকুলিত পল্লব না প্রফুল্লিত শশিশেখরে বিরহ-দুখ ভারি ॥ জিত-কুঞ্জর-গতি মন্থর চলত সো বর-নারী। ংশ-বট যমুনা-তট বনহি ঘন নেহারি ॥ মদন-কুঞ্জ তামকুণ্ড রাধাকুণ্ড-তীরে। দ্বাদশ বন হেরত সঘন শৈলহু (২) কিনারে ॥ (১) অৰ্দ্ধেক যমুন-জলে ও অৰ্দ্ধেক নদীর তীরে কুলকামিনীরা নলিনীদলে শয্যা প্রস্তুত করিয়া রাধিকাকে শোয়াইয়াছে ও তাহার নিশ্বাস আছে কি না দেখিবার জন্ত মৃণাল-তন্তু নাসাঞ্জে রাখিয়া “রাধা” “রাধা” বলিয়া বারম্বার ডাকিতেছে । (২) গোবৰ্দ্ধন ।