পদাবলী—বিবিধ পদকর্তা—১৫-১৮শ শতাব্দী । ১১৩৫ হিয়ে হার করু নখ রত্বে যোড়া । কটি-কিঙ্কিণী ঘাঘর তাহে মোড় ॥ পাদ-নুপুর বক্ষরাজ স্থশোভে। স্থল-পঙ্কজ-বিভ্রমে ভৃঙ্গ লোভে ॥ ব্ৰজ-বালক মাখন লেই করে। সবে খাওত দেওত শু্যাম-করে ॥ বিহরে নন্দ-নন্দন এ ভবনে । পদ-সেবক দেব নৃসিংহ ভণে ॥ মাধবী দাসী । নীলাচল-নিবাসিনী, গৌরাঙ্গের সমকালবর্ভিণী ও শিখী মাহিতির ভগিনী । - নীলাচল হৈতে শচীরে দেখিতে আইসে জগদানন্দ । বহি কথো দূরে দেখে নদীয়ারে গোকুলপুরের ছন্দ ॥ ভাবয়ে পণ্ডিত রায় । পাই কি না পাই শচীরে দেখিতে এই অনুমানে চায় ॥ লত তরু যত দেখে শত শত অকালে খসিছে পাতা । রবির কিরণ না হয় ফুটন মেঘগণ দেখে রাত ॥ ডালে বসি পার্থী মুদি দুটা আখি ফুল জল তেয়াগিয়া। কান্দয়ে ফুকারি ডুকরি ডুকরি গোরাচাদ নাম লৈয়া ॥ ধেনু যুথে যুথে দাড়াইয়া পথে কার মুখে নাহি রা। মাধবী দাসীর পণ্ডিত ঠাকুর পড়িলা আছাড়ে গা ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৭৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।