পদাবলী—বিবিধ পদকর্তা—১৬-১৮শ শতাব্দী । ››©ች স্নিগ্ধ-সুক্ষ-বক্র শু্যাম কুন্তল লাবণ্য-ধাম নানা ফুল মঞ্জুল সাজনি । বদন-কমলে হাস কোটি কলানিধি-ভাস কুন্দ-বৃন্দ করিএ নিছনি ॥ ভূবনমোহন অঙ্গ তাহে নটবর-ভঙ্গ নৃত্য কৃত্য ভূত্য গান কলা । দুবাহু তুলিয়া যবে ভাব-ভরে কিয়ে তবে উঠে যেন অনন্ত চপলা ॥ এই রূপ দেখে যেই ধৰ্ম্মাধৰ্ম্ম ছাড়ে সেই প্রবেশয়ে পরম আনন্দে । প্রেমদাস জীব-দেহ ধৰ্ম্মাধৰ্ম্ম ছাড়ে সেহ গুণ শুনি গৌরপদ-দ্বন্দ্বে ॥ জয়কৃষ্ণ দাস । উত্তর-গোষ্ঠ । অট্টালি-উপরে বৈঠল রসবতী রঙ্গিণী সখী মণিমালা । । বাকি ঝোরথে (১) দুরু হেরই আয়ত নাগর কাল ॥ শ্ৰীদাম সুদাম দামহি সখীগণ বেণু বিষাণাদি পূৱ । গোধন-গমন ধূলি তনু অম্বরে অম্বর আদি পরিপুর। হোই হোই রব ঘন বোলত মধুরিম নটবর ভঙ্গিম ঠাম। দোলহি অলক চুড়ে শিখ-চন্দ্রক খচিত কুমুমকি দাম ॥ লোচন খঞ্জন ভাঙ কামধনু গণ্ডহি কুণ্ডল দোল । বনে বনমাল হৃদয়ে বিরাজত ঝলমল সুন্দর লোল ॥ ভুজযুগবর করিকর দোলত করছি বলয় রসাল। মুখ-সুধাকর কম্পিত বিম্বাধর মুরলী গান বিশাল ॥ কমল-চরণে মঞ্জীরবর ঘন হেরই বিধুমুখী বালা। নয়নক বাণ বিধলী রঙ্গিণী সর্থী-তনু অতনু-শেলা ॥ • শু্যামের চরণ গমন মন্দ হি কম্প পুলক ভরত অঙ্গ। নিজ-গৃহে গমন করল বর-মোহন জয়কৃষ্ণ দাস প্রেম-রঙ্গ ॥ (১) ঝরকার উপর ঝুঁকিয় পড়িয়া। > 8 ○ 臺 囊
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৮১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।