এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পদাবলী—ভণিতাহীন পদ—১৬-১৮শ শতাব্দী।
১১৩৯
মদকল করি-করভ-শুগু
জিনি দোলই বাহু-দণ্ড
করত যোই লণ্ডভণ্ড
গোকুল-বধূ-লাজে॥
গিরিতট-সম উরঃ বিশাল
তহিঁ দোলত মুকুতা-মাল
কনক-যুখী-দাম-ভাল-
সৌরভে অলি ধায়ে।
কটিতটে শোভে পীতবাস
গজবর জিনি গতি-বিলাস
রঘুনন্দন নাম দাস
সঙ্গে করি আয়ে॥
ভণিতাহীন পদ।
ভরি নায়র কোর।
বিলাসই রাই সুখের নাহি ওর॥
ধনী রঙ্গিণী রাই।
বিলাসই হরি সঞে রস অবগাই॥
হরি মানস সাধা।
বিলসিত শ্যাম পরাজত রাধা॥
হরি সুন্দরী মুখে।
তাম্বূল দেই চুম্বই নিজ সুখে॥
দুহু গুণ গায়।
একই মুরলী রন্ধ্রে দুজন বাজায়॥
ধনী রঙ্গিণী ভোর।
ভুলল গরবে কানু করি কোর॥
কেহু কেহু মৃদু ভাষ।
নাগরী পরশে অবশ পীতবাস॥
কেহো কাঢ়ি লই বেণু।
রাস রসে আজু ডুবল কানু॥
পদকল্পতরু। ৮। ১৭। ২৬৫৬॥ পদ
ধবলী বলিয়া মাঝে প্রবেশ করিলা।
তাহাতে যে অতি শোভা বাড়িতে লাগিলা॥