=ৈ===-চল্লিভাখ্যান। গোবিন্দদাসের কড়চা । চৈতন্যদেবের দাক্ষিণাত্য-ভ্রমণের ইতিহাস । গ্ৰন্থ-রচনা-কাল—১৫১০-১৫১১ খৃষ্টাব্দ | বিস্তৃত বিবরণ “বঙ্গভাষা ও সাহিত্যে”র ৩২১ -৩৪০পৃষ্ঠায় দ্রষ্টব্য। ত্রিবাঙ্কুরের রাজা রুদ্রপতির সহিত শ্রীচৈতন্তের মিলন। সন্ন্যাসী-ঠাকুর সব প্রভাতে উঠিয়া । চলিলা ত্রিৰন্থ-দেশে পৰ্ব্বত ভেদিয়া ॥ ত্ৰিবন্ধুদেশের রাজা বড় পুণ্যবান। পালন করেন প্রজা পুত্রের সমান ॥ নগরের লোক সব অতিথি-কুশল । ত্ৰিবন্ধু ৰ ত্রিবাস্কোর অতিথি লইয়া সবে করে কোলাহল ॥ রাজ্যের অবস্থা । অতিথি লইয়া সবে টানাটানি করে। অতিথির সেবা করে বড়ই আদরে। এথাকার রাজা তার নাম রুদ্রপতি। কাঙ্গালের মাতা পিতা অগতির গতি ॥ এ রাজার রাজ্যে প্রজা বড় সুখী হয়। রাজার লাগিয়া সবে ব্যাকুল-হৃদয়। কত হাতী ঘোড়া বান্ধী রাজার দুয়ারে। অন্নের অভাব নাই তাহার ভাণ্ডারে ॥ নগরের তিন স্থানে অম্লচ্ছত্র হয়। অতিথি পথিক আসি সেই ছত্রে রয় ॥ যার যত দিন ইচ্ছা রহে সেই খানে । ধন্ত ধষ্ঠ রাজা ৰলি সকলে বাখানে ॥
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৯৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।