পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>Q ● রাজার বিনয় । প্রেমাভিনয় । বঙ্গ-সাহিত্য-পরিচয় । হস্তী অশ্ব তেয়াগিয়া অতি দূর-দেশে। সন্ন্যাসীর কাছে আসে অতি দীন বেশে ॥ দুই চারি মন্ত্রীসহ রাজা মহাশয় । প্রভুর নিয়ড়ে আসি ভক্তি-ভৱে কয়। বোড়হস্তে রুদ্রপতি কহে বারে বার। দয়া করি অপরাধ ক্ষমহ আমার ॥ না বুঝিয়া ডাকিয়াছিলাম আপনারে। সেই অপরাধ মোর ক্ষম এইবারে । জ্ঞান-শিক্ষা দেহ মোরে অধম-তারণ। শোক দুঃখ পায় জীব কিসের কারণ ॥ বড়ই পণ্ডিত রাজা নানা শাস্ত্রে হয়। ভাগবতে বড় জ্ঞানী সৰ্ব্বলোকে কয় ॥ দুই চারি পণ্ডিত গোসাই তার সনে । উপনীত হইয়াছে শিক্ষার কারণে ॥ প্রভু কহে রাজা তুমি বড় ভাগ্যবান। ভাগৰত জান তুমি কি কহিব আন ॥ নানা শাস্ত্রে সুপণ্ডিত তুমি বড় জ্ঞানী। রাধাকৃষ্ণ বিনা আমি কিছু নাহি জানি ॥ লইতে কৃষ্ণের নাম প্রেম উপজিল। দরদর অশ্রুধারা পড়িতে লাগিল ॥ কৃষ্ণ-প্রেমে-মত্ত প্রভু আমনি উঠিয়া। নচিতে লাগিল দুই বাহু পসারিয়া ॥ গোর বলে হরিবোল অজ্ঞান হইয়া । নাচিতে নাচিতে পড়ে আছাড় খাইয়া ॥ পাছাড়িয়া রাজা তবে প্রভুরে তুলিলা । সেই সঙ্গে মহারাজ মাতিয়া উঠিলা ॥ হরি বলি মহারাজ নাচিতে লাগিল । নয়নের জলে তাঁর হৃদয় ভাসিল ॥ লোমাঞ্চিত কলেবর পুলকে পূরিল। ধূলায় পড়িয়া অঙ্গ ধূসর হইল। দেখিয় রাজার ভক্তি আমার নিমাই। কোল দিয়া রাজারে বলেন এস ভাই ॥