շԳՆ, বঙ্গ-সাহিত্য-পরিচয় । আধ কাল জাদ(১) তাহে দেখি ক্ষীর সাদ উঠিল বিরহ-আগী (২) । নয়ন খঞ্জন বুরয়ে তখন শু্যামের বিয়োগ লাগি ॥ ক্ষণে ক্ষণে রাই পথ পানে চাই গৃহ-কাযে নাহি মন। কখন হরষ কখন বিরস কি বলিতে কিবা কন ॥ সময় হইল গোঠে আরোপিল সময় হইয়া গেল । সখীগণ সঙ্গে মুরলী বাজায়ে কালিয়া চলিয়া গেল । কলরব শুনি রাই বিনোদিনী গবাক্ষে বদন দিয়া । চণ্ডিদাসে কহে কানু নীলমণি তুরিতে দেখহ গিয়া ॥ ( & ) ব্রজরাজ-বালা (৩) রাজপথে আল্যা লইয়া ধেনুর পাল । সঙ্গে সখীগণ ভয়্যা বলরাম শ্ৰীদাম সুদাম ভাল ॥ সুবল সখার কান্ধে হাত দিয়া আরোপি নাগর-রাজ । হাসিতে হাসিতে সঙ্কেত-বাশীতে এই দুই আখর বাজ (৪) ॥ এ কথা ইঙ্গিতে কেহো নাহি বুঝে সুবল কিছুই না জানে। হেসে কবিরাজ পথে চলি গেল গমন করিছে বনে ॥ গবাক্ষে বদন দিয়া রসময়ী রূপ নিরীক্ষণ করে । দুর্হীর মিলন নয়নে নয়নে হৃদয়ে হৃদয়ে ধরে ॥ হেরিতে সুন্দর শ্ৰীমুখ-মণ্ডল ব্যথিত হইলা রাধা । ওহেন সম্পদ বনে চলিয়াছে কেহ না কর্যাছে বাধা ॥ কেমন মা এর যশোদা পরাণ-পুতলী ছাড়িয়া দিয়া । কেমনে রহিব শূন্ত-গৃহে বসি চণ্ডিদাসে বলে ইয়া ॥ সর্থীর প্রতি । ( > ) সই কি আর বলিব তোরে । অনেক পুণ্যের ফলে সে হেন বন্ধুয়া বিধি মিলায়ল মোরে ॥ এ ঘোর যামিনী মেঘের ঘটা কেমনে আইলে বাটে (৫) । আঙ্গিনার কোণে বন্ধুয়া তিতিছে দেখিয়া পরাণ ফাটে। (১) নানা বর্ণের স্বত্ৰাদি-নিৰ্ম্মিত রত্নভূষিত খোপায় পরিবার ভূষণ (২) অগ্নি। (৩) “বালক’ শব্দের স্থলে প্রাচীন বাঙ্গলায় অনেক স্থালেই বালা’ শব্দের প্রয়োগ দৃষ্ট হয়। (৪) “রাধা’ এই দুই অক্ষর বাজায়। (৫) বত্মে পথে।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।