>> や8 বিশ্বরূপ । নৰদ্বীপে হুসেন সাহ কৃত অত্যাচার। . . . . পিরল্যা ব্ৰাহ্মণ ! . . .
- *
(১) চৈতন্ত্য-ভাগবতে শচীদেবীর বহু কষ্ঠা হওয়ার কথা উল্লিখিত আছে। এখানে আমরা ঠিক সংখ্যাটি পাইলাম। - বঙ্গ-সাহিত্য-পরিচয় । শচী-গর্ভে অষ্ট কন্যা জন্মকালে মৈল। (১) দৈব-নিৰন্ধনে দিন কত কাল গেল ॥ । জগন্নাথ মিশ্র হৈল মিশ্র পুরন্দর। সৎকবি পণ্ডিত মহাতগৰ্কিক সুন্দর ॥ " উগ্ৰতপ দেখি সৰ্ব্ব লোকে চমৎকার । স্নান-সন্ধ্যা নিত্যশ্রাদ্ধ ভূদেব-আচার ॥ বলি হোম জপ সন্ধ্যা পূজা ধূপ-দীপে। । শ্ৰীভাগবত-পাঠ করেন গোবিন্দ-সমীপে ৷ আর এক পুত্র হৈল ৰিশ্বরূপ নাম। - দুর্ভিক্ষ জন্মিল বড় নবদ্বীপ-গ্রাম ॥ নিরবধি ডাকা চুরি অরিষ্ট দেখিঞা। নানা দেশে সৰ্ব্বলোক গেল পলাইঞা ॥ তবে জগন্নাথ মিশ্ৰ দেখিয়া কৌতুকে । , বিশ্বরূপ-দশকৰ্ম্ম করি একে একে ॥ আচম্বিতে নবদ্বীপে হৈল রাজ-ভয় । ব্রাহ্মণ ধরিঞা রাজা জাতি প্রাণ লয় ॥ নবদ্বীপে শঙ্খধ্বনি শুনে ষার ঘরে । ধন প্রাণ লয় তার জাতি-নাশ করে ॥ কপালে তিলক দেখে ষজ্ঞস্থত্র কান্ধে । - ঘর-দ্বার লোটে তার লৌহ-পাশে বান্ধে। দেউল দেহরী ভাঙ্গে উপাড়ে তুলসী। প্রাণ-ভয়ে স্থির নহে নবদ্বীপবাসী ॥ । গঙ্গাস্নান বিরোধিল হাট ঘাট যত । অশ্বখ পনস বৃক্ষ কাটে শত শত ॥ পিরল্যা গ্রামেতে বৈসে যতেক যবন। উচ্ছন্ন করিল নবদ্বীপের ব্রাহ্মণ ॥। বিষম পিরল্যা গ্রাম নবদ্বীপের কাছে। ব্রাহ্মণে যবনে বাদ যুগে যুগে আছে ৷ .