বৈষ্ণব-চরিতাখ্যান—জয়ানন্দের চৈতন্য-মঙ্গল—১৫৪০ খৃষ্টাব্দ। ১১৬৫ গৌড়েশ্বর-বিস্তমানে দিল মিথ্যাবাদ । (১) নবদ্বীপ-বিপ্র তোমার করিব প্রমাদ ॥ গৌড়ে ব্রাহ্মণ রাজা হব হেন আছে। ভবিষ্যদ্বাণীতে ভয় । নিশ্চিন্তে না থাকহ প্রমাদ হব পাছে৷ নবদ্বীপে ব্রাহ্মণ অবহু হৰ রাজা। . গন্ধৰ্ব্বে লিখন আছে ধনুৰ্ম্ময় (২) প্রজা ॥ এই মিথ্যা কথা রাজার মনেতে লাগিল। নদীয় উচ্ছন্ন কর রাজা আজ্ঞা দিল । বিশারদ-সুত সাৰ্ব্বভৌম-ভট্টাচাৰ্য্য। । সবংশে উৎকল গেলা ছাড়ি গৌড়রাজ্য । উৎকলে প্রতাপরুদ্র ধনুৰ্ম্ময় রাজা বাসুদেবের উড়িষ্যায় রত্ন-সিংহাসনে সাৰ্ব্বভৌমে কৈল পূজা । গমন । তার ভ্রাতা বিদ্যাবাচস্পভি গৌড়ে বসি । বিশারদ-নিবাস করিল বারাণসী ॥. . বিদ্যাবিরিঞ্চি বিদ্যারণ্য নবদ্বীপে । , ভট্টাচাৰ্য্য-শিরোমণি সভার সমীপে, নদীয় উচ্ছন্ন হেন শুনি গৌড়েশ্বর। । রাত্রি-কালে স্বপ্ন দেখে মহাঘোরতর ॥ কালী খঙ্গ-খপরধারিণী দিগম্বরী। মুণ্ডমালা গলে কাট কাট শৱ করি। - ধরির রাজার কেশে বুকে মারে শেল । কর্ণরন্ধে নাসা-রন্ধে ঢালে তপ্ত তেল ৷ আজি তোর গঙ্গায় ফেলিমু গৌড়পাট। সবংশে কাটিমু তোর হস্তী ঘোড়া ঠাট। নবদ্বীপ বসাইব আজি প্রাণ রাখ ; হুসেন সাহের স্বপ্ন। (১) ঠিক মিথ্যা কথা কি না বলা যায় না। চৈতন্ত-ভাগবতে দেখা যায়, চৈতন্যদেবের শৈশবকালের প্রতিভা ও সৌন্দৰ্য দেখিয়া কেহ কেহ ভবিষ্যদ্বাণী করিতেছিলেন, হয়ত ইনিই গোঁড়াধিপ হইবেন। প্রচলিত প্রবাদ না থাকিলে দরিদ্র ব্রাহ্মণ-শিশুর প্রতি এরূপ গৌরবের আরোপ করিবার কারণ কি ? (২) ধনুৰ্দ্ধারী।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।