> OLL বঙ্গ-সাহিত্য-পরিচয় । । নাকে খত দিল রাজা তবে কালী ছাড়ে। মূৰ্ছা গেল গৌড়েন্দ্র ধরণীতলে পড়ে ॥ । প্রভান্তে কহিল স্বপ্ন রাজ-বিশ্বাসে। অত্যাচারের নিবারণ । শুনিঞা আশ্চৰ্য্য স্বপ্ন সৰ্ব্ব লোক ত্রাসে। গৌড়েন্দ্রের আজ্ঞা নবদ্বীপ মুখে বস্থ। । রাজ-কর নাহি সৰ্ব্ব লোক চাষ চমু । আজি হৈতে হাট ঘাট বিরোধ যে করে। রাজ-কর-দণ্ডী হয়ে ত্ৰিশূলে সে পড়ে। (১) দেউল দেহরী ভাঙ্গে অশ্বথ যে কাটে। ত্ৰিশূলে চড়াহ তাকে নবদ্বীপের হাটে । বৈদ্য ব্রাহ্মণ যত নবদ্বীপে বসে। . নানা মহোৎসব কর মনের হরিষে। নাট গীত বাস্ত বাজু প্রতি ঘরে ঘরে । কলসে পতাকা উডু মন্দির-উপরে ॥ " পুষ্পের বাজার পড়ু গন্ধের উভার (২)। শঙ্খ ঘণ্টা বাজুক মন্ত্র জয়জয়কার ॥ " পূৰ্ব্বে যেমত ছিল নবদ্বীপ রাজধানী। তার শত গুণ অধিক যেন শুনি । নবদ্বীপ সীমাএ যবন যদি দেখ। । > 海・リ ー 。 আপন ইৎসাএ মার প্রাণে পাছে রাখ ॥ দেবপূজা কর মুখে যজ্ঞ হোম দান। হাট ঘাট মান নাই কর গঙ্গাস্নান ॥ নবদ্বীপের প্রজাএ কি মোর অধিকার। সত্য সত্য বলি আমি সংসারের সার ॥ রাজার আজ্ঞাএ নবদ্বীপ পুনঃ স্বষ্টি। শরৎকালে রাত্রি-শেষে হইল পুষ্পবৃষ্টি ॥ মহামহাজন যে ছাড়িয়াছিল গ্রাম। - - নবদ্বীপে আইল সভে পূর্ণ হইল কাম।
- क्लिब्लिग्न চৈতন্য-গদাধর-পদ-দ্বন্দ্ব
আনন্দে নদীয়খণ্ড রচে জয়ানন। । (১) রাজার হস্তে দণ্ডিত হয় ও শেষে তাহাকে শূলে চড়ান হয়। (২) উভার = রাশি । . . . . .