বৈষ্ণব-চরিত্যখ্যান—জয়ানন্দের চৈতন্য-মঙ্গল—১৫৪০ খৃষ্টাব্দ। ১১৬৯ বক্রেশ্বর পণ্ডিত ভগাই গঙ্গাদাস । তোমা সভা বিদ্যমানে লইব সন্ন্যাস ॥ চিন্তিয়া চৈতন্ত্য-গদাধর-পদ-দ্বন্দ্ব। আনন্দে বৈরাগ্য-খণ্ড গায় জয়ানন্দ ॥ কাটোয়া-নগর । ধন্ত ধন্ত কাটোয়া-নগর কেশব ভারতী যথা । মহাভাগবত দ্বিজ শত শত তপ্তধারা নদী যথা ॥ সুতার সঙ্গম ইষ্টকা-রচিত প্রাচীর সুন্দর মঠে । কূপ তড়াগ স্থ্যন্ত্রিত চত্বর বিরাজিত গঙ্গাতটে ॥ আম্র পনস গুবাক নারিকেল চম্পক তাল কদম্বে। বেল নারঙ্গ হরীতকী মন্দার বকুল নিম্বে ॥ শারী শুক চক্ৰবাক পারিজাত ময়ুর হংস কোকিলে। মল্লিকা মালতী কেশর কেতকী মত্ত মধুব্রত মেলে। সভার মন্দিরে তোরণ-কলস ধ্বজ-পতাকা বিচিত্রে। শঙ্খ মৃদঙ্গ রবাব সুমধুর চন্দ্ৰাতপাদি বিচিত্রে। গন্ধ পুষ্প ধূপ দীপ নিরস্তর পুষ্পের বাজার পড়ে। পুষ্পোন্তান রম্য রম্য স্থান দেব-দেবালয় গড়ে ॥ দিব্য-মূৰ্ত্তি যত ব্রাহ্মণ পণ্ডিত সৰ্ব্বশাস্ত্রে বিশারদে। কাটোয়া-নগরী যেন সুরপুরী সৰ্ব্বসুখ-প্রমোদে ॥ দেব-ঋষি-মুনি-স্থান সুরধুনী কপট সন্ন্যাস-বেশে । ন্যাসী চক্রবর্তী কেশব ভারতী পুষ্প শতাবধি শেষে ॥ ব্রাহ্মণ-কুমারী ইন্দ্র-বিদ্যাধরী কাটোয়া-নগরী বসে। রূপ-লাবণ্য যত ত্রিজগৎ মোহিত বচনে মাণিক্য খসে ॥ নাছে বাটে বাটে হাটে নিরন্তর স্বস্তিক সিন্দুর-লেখা। ধ্বজ-কলস চুতাফুর-পল্লব দিব্য চন্দ্ৰাতপ শাখা ॥ দধি মধু ঘৃত কজল রোচনা দর্পণ ধান্ত রজত। কাঞ্চন-জড়িত রজত-চামর ধূপ দীপ শত শত। পূৰ্ব্বে ইন্দ্রেশ্বর-ঘাট মনোহর উত্তরে আছয়ে গঙ্গা। মধ্যে কাটোয় গুপ্ত-বারাণসী নিত্য নবরত্ন-সঙ্গ ॥ গোধূলি-সময়ে মৃদঙ্গ-শঙ্খ-ধ্বনি প্রমোদে। ভূদেব সম্পত্তি দিব্য পরিচ্ছদ তর্ক সাহিত্য বিনোদে । ›8ፃ
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২১৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।