পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

››ዓe বঙ্গ-সাহিত্য-পরিচয় । গুপ্ত-বারাণসী কাটোয়া-নিবাসী দরশনে পাতক খণ্ডে। শ্রবণে মুক্তি নিত্য শুদ্ধমতি মহাপাপ খণ্ডে দণ্ডে দণ্ডে ॥ চিন্তিয়া চৈতন্ত্য-গদাধর-প্রাণনাথ-পদপঙ্কজ-মকরন্দে। চৈতন্ত-মঙ্গল নিগম নিগৃঢ়ে গায় দ্বিজ জয়ানন্দে । বৃন্দাবন-তীর্থে রূপ-সনাতন-মিলন। কেলি-মণ্ডপ কল্পতরু আর কেশীঘাট । উদ্ধবের ঘর ভ্রাতৃবধ শিলাপাট । সমুদ্রঘাট কালিহ্রদ নন্দালয়। একে একে দেখি বৃন্দাবনে জলাশয় ॥ হেনকালে দবির খাশ (১) ভাই দুই জনে। দেখিয়া চৈতন্ত চিনিলেন ততক্ষণে ॥ মহাবৈরাগ্যমূৰ্ত্তি মৃত্তিকার ভাণ্ড সঙ্গে । নিরবধি প্রেমধারা পুলক সৰ্ব্বাঙ্গে । যতেক সম্পদ তারা তৃণজ্ঞান করি। বৃন্দাবনে ভ্ৰমে অকিঞ্চন-বেশ ধরি ॥ ঈশ্বর দবির খাশ ভাই সনাতন। গৌড়েন্ত্ৰ-সম্পদ ছাড়ি হৈলা অকিঞ্চন ॥ সহস্ৰেক ঘোড়া যার আগে-পিছে দৌড়ে। বাইশ লক্ষ স্বর্ণ পোতা থাকিল সে গৌড়ে । পূৰ্ব্বে তারা ব্ৰহ্মার মানস-পুত্র ছিল। শাপ-ভ্রষ্ট দুই ভাই পৃথিবী জন্মিল । চৈতন্ত-দর্শনে তার শাপ-বিমোচন। গোসাঞি নাম খুইলেন রূপ-সনাতন ॥ গোসাঞি বলেন হৈলা দবির খাশ । রূপ-সনাতন করি খ্যাতির প্রকাশ ৷ দবির খাশেরে কৃপা করি গৌরচন্দ্র। মথুরা দেখিয়া তবে গেলা সেতুবন্ধ । শিবকাঞ্চী বিষ্ণুকাঞ্চী মধ্যে মহারণ্যে। দ্রাবিড় ডাহিনে খুঁইঞা চলিলা চৈতন্তে । (১) রূপ-সনাতনের মুসলমানী নাম দবির খাশ ও সাকর মল্লিক।