পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—চণ্ডিদাস–১৪শ শতাব্দী । ! సిసి ( ఆ ) সই পূরিল বিষম শেলি। বাহির করিতে যতন করিনু অন্তরে রহিল পশি ॥ তেরছ নয়নের বাণের সন্ধানে না বাজে এমন নয়। বাজিলে মরমে আকুল করএ যতনে পরাণ রয় ॥ নাহি দিবা নিশি এমন করিছে এ কথা কহিব কায় । মনের আগুন জ্বলিছে দ্বিগুণ কেবা পরর্তীত যায় ॥ আন্ধুয়া পুখুরে মীন যেন থাকএ হাপায় ধীবর-জালে। তেমন আছি আমি এ ঘর-করণে গুরুজনা যত বলে ॥ ক্ষুরের উপরে রাধার বসতি নড়িতে কাটিএ দে । আমার দুখের আচার বিচার এ কথা বুঝিব কে ॥ শঙ্খ-বণিকের করাত যেমন দুদিগে কাটিয়া যায় । তেমনি আমার গুরুজন কাটে দ্বিজ চণ্ডিদাসে গায় ॥ ( , ) কালিয়া কালিয়া বলিয়া বলিয়া জনমে কি ফল পেলু । হিয়া দগদগি মনের আগুনে দ্বিগুণ পুড়িয়া মলু ॥ গোকুল-নগরে কেবা না কি করে তাহা কি নিষেধ বাধা । সতী কুলবতী সে সব যুবতী কানু-কলঙ্কিনী রাধা ॥ এ ঘর-করণ বিহি (১) নিদারুণ বসতি পরের বশে । হেন করে মন হউক মরণ কি আর যশঃ অপযশে ॥ রাধা করি নাম কেহ নাহি ধরে এখনি এমনি মেলে। চণ্ডিদাসে বলে সভারে পরিবে বঁধু আপনার হলে ॥ ( ァ ) কত ঘর বাহির হইব দিবা রাতি। বিষম হইল কালা কানুর পীরিতি ॥ খাইতে না রুচে অল্প গুতে না লয় মন । বিষে মিশাইল যেন এ ঘর-করণ ॥ পাসরিতে চাহি যদি পসরা না যায়। তুষের অনল যেন জ্বলিছে হিয়ায় ॥ (>) বিধি ।