বৈষ্ণব-চরিতাখ্যান—বৃন্দাবনদাস-১৫০৭-১৫৮৯ খৃষ্টাব্দ। >>b Q পাদপদ্ম-তীর্থের লইতে মাত্র নাম । নয়নের জলে সব পূর্ণ হৈল স্থান ॥ সৰ্ব্ব অঙ্গ মহা-কম্প পুলকে পূর্ণিত। হা কৃষ্ণ বলিয়া মাত্র পড়িলা ভূমিত ॥ সৰ্ব্ব অঙ্গে ধাতু নাই হইলা মূৰ্ছিত। কথোক্ষণে বাহ-দৃষ্টি হৈলা চমকিত। শেষে ষে বলিয়া কৃষ্ণ কান্দিতে লাগিলা । হেন বুঝি গঙ্গাদেবী আসিয়া মিলিলা ॥ ষে ভক্তি দেখিল আমি তাহান নয়নে । তাহানে মনুষ্য-বুদ্ধি নাহি আর মনে ॥ সবে এই কথা কহিলেন বাহ হৈলে । শুক্লাম্বর-গৃহে কালি মিলিবা সকলে ॥ তুমি আর সদাশিব পণ্ডিত মুরারি। তোমা সভা স্থানে করিব গোহারি ॥ পরম মঙ্গল এই কহিলাঙ কথা । অবষ্ঠ কারণ ইথে আছয়ে সৰ্ব্বথা ॥ শ্ৰীমানের বচন শুনিঞ ভক্তগণ । হরি বলি মহা-ধ্বনি করিলা তখন ॥ প্রথমেই বলিলেন শ্ৰীবাস উদার। গোত্র বাঢ়াউকৃ কৃষ্ণ আমা সভাকার ॥ আনন্দে করেন সভে কৃষ্ণ-সঙ্কথন । উঠিল মধুর কৃষ্ণ-শ্রবণ-কীৰ্ত্তন ॥ তথাস্তু তথাস্তু বোলে ভাগবতগণ । কৃষ্ণ-কীৰ্ত্তন। সভেই ভজুক কৃষ্ণচন্দ্রের চরণ ॥ হেন মতে পুষ্প তুলি সৰ্ব্ব ভক্তগণ। পূজা করিবারে সভে করিলা গমন । শ্ৰীমান পণ্ডিত চলিলেন গঙ্গাতীরে। শুক্লাম্বর ব্রহ্মচারী তাহান মন্দিরে ॥ শুনিঞ এ সব কথা প্ৰভু গদাধর। শুক্লাম্বর-গৃহ-প্রতি চলিলা সত্বর ॥ কি আখ্যান কৃষ্ণের কহেন শুনি গিয়া। থাকিলেন শুক্লাম্বর-গৃহে লুকাইয়া । 8న
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।