পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sb"の বঙ্গ-সাহিত্য-পরিচয় । কি ক্ষণে বধুর সনে পীরিতি করিয়া। দিৰ নিশি সদাই আমি মরি গো ঝুরিয়া ॥ পরিতি এমন জ্বালা জানিব কেমনে । তবে কেনে পরিতি করিব বঁধুর সনে । পারিতি অনল মোর হেন গতি ভেল। আছিল সোণার তনু কালী হয়্যা গেল। তিলেক বিচ্ছেদ পাপ-পরাণে না সহে । এ হেন পরিতি দ্বিজ চণ্ডিদাসে কহে ॥ ( & ) সই কি বুকে দারুণ কথা । সে দেশে যাইব যে দেশে না শুনি পাপ পীরিতির কথা । পারিতি বলিয়া তিনটী আখর কে বলে পারিতি ভাল । তাম-বধু সনে পীরিতি করিয়া কান্দিতে জনম গেল। কুলবতী হইয়া কুলে দাণ্ডাইয়া যে ধনী পীরিতি করে। তুষের অনল যেন সাজাইয়া তেমতি পুড়িয়া মরে । রাই বিনোদিনী ও দুখে দুখিনী প্রেমে ছলছল আখি। চণ্ডিদাসে কহে বধুর পরিতি জীবন সংশয় দেখি । ( > 0 ) সই আর কি জীবনে সাধ । একুল ওকুল দুকুল ভাবিতে দেখি বড় পরমাদ। শাশুড়ী ননদী গঞ্জে দিবা রাতি তাহ বা সহিব কত। এ পাড়াপড়শী ইঙ্গিত-আকারে কুবচন বলে কত ॥ অবলা-পরাণে এত কি সহিএ শুন গো প্রাণের সই। মনের বেদনা বুঝে কোন জনা আপনা বলিয়া কই । এ ঘর-করণ কুলের ধরম ভরম (১) শরম গেল। কলঙ্কিনী ৰলি জগৎ ভরিয়া নিশ্চয় মরণ ভেল। চণ্ডিদাসে বলে শুন শুন রাধে সে শু্যাম তোমার বটে। কি করিতে পারে গুরু দুরজনে কাল সাপ আছে বাটে ॥ (১) সন্ত্রম।