পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণব-চরিত্যখ্যান—লোচনদাস–১৫৩৭ খৃষ্টাব্দ । >>s○ সংসারে আরতি করি মরিবার তরে। শ্ৰীকৃষ্ণ-পারিতি করি ভব তরিবারে ॥ সেই সে পরম বন্ধু সেই পিতা মাত । শ্ৰীকৃষ্ণ-চরণে যেই প্রেম-ভক্তি-দাতা ॥ কৃষ্ণের বিরহে মোর পোড়এ অন্তর । চরণে পড়িয়া বলো বচন কাতর ॥ " বিস্তর পরিতি মোরে করিয়াছ তুমি। তোমার আজ্ঞায় চিত্ত-শুদ্ধ হই যে আমি ॥ আমার নিস্তার হয় তোমার পরিত্রাণ । শ্ৰীকৃষ্ণ-চরণ ভজ ছাড় পুত্র-জ্ঞান ৷ সন্ন্যাস করিব কৃষ্ণ-প্রেমার (১) কারণ। দেশে দেশে আনি দিব তোরে প্রেম-ধন ॥ আনের তনয় আনে রজত-সুবর্ণ। খাইলে বিনাশ হয় নহে পরধৰ্ম্ম ॥ ধন-উপার্জন করে আনে বড় দুঃখ । ধন যাউক কিবা আপনে মরুক ॥ আমি আনি দিব কৃষ্ণ-প্রেম-মহাধন । সকল সম্পদময় কৃষ্ণের চরণ ॥ ইহলোক পরলোক অভিলাষী প্রেমা । আজ্ঞা কর বেদিনি মা চিত্তে দেহ ক্ষমা ৷ ইহ শুনি শচী দেবী বিস্মিত হিয়ায়। গৌরচন্দ্র-মুখপদ্ম একদৃষ্টে চায়। চতুর্দশ-লোক-নাথ মায়া কৈল দূর। সৰ্ব্ব জীবে দেখে শচী এক সমতুল। (১) অনেক সময় প্রাচীন পুথিতে ‘প্রেম’ শব্দের স্থলে ‘প্রেমা” শব্দ দৃষ্ট হয়। Y & o