পদাবলী—চণ্ডিদাস–১৪শ শতাব্দী। ! సెb~) ( >> ) কাল কুমুম করে পরশ না করি ভরে এ বড় মনের মনোব্যথা । যেখানে সেখানে যাই সকল লোকের ঠাঞি কাণাকাণি শুনি এই কথা । সই লোকে বলে কাল-পরিবাদ (১) । কালার ভরমে হাম জলদ না হেরি গো তেজিয়াছি কাজরের সাধ । যমুনা-সিনানে যাই আখি মেলি নাহি চাই তরুয়া কদম্বতলা পানে। যথা তথা বসি থাকি বঁাশীটি শুনিএ যদি দুটি হাত দিয়ে থাকি কাণে ॥ চণ্ডিদাস ইথে কহে সদাই অন্তর দহে পাসরিলে না যায় পাসরা । দেখিতে দেখিতে হরে তনু মন চুরি করে না চিনি যে কাল কিম্বা গোরা ॥ (২) ( २२ ) যত নিবারিয়ে তায় নিবার না যায় রে । আন পথে যাইতে সে কানু পথে ধায় রে ॥ (৩) এ ছার রসনা মোরে হইল কি বাম রে । যার নাম নাহি লই লয়ে তার নাম রে ॥ এ ছার নাসিক মুঞি যত করু বন্ধ । তবুত দারুণ নাসা পায় তাম-গন্ধ ৷ সে না কথা না শুনিব করি অনুমান (৪) । পরসঙ্গ (৫) শুনিতে আপনি যায় কাণ ॥ ধিক্ রল্লাহু এ ছার ইন্দ্রিয় মোর সব। সদা সে কালিয়া কানু হয় অনুভব ॥ কহে চণ্ডিদাস রাই ভাল ভাবে আছ। মনের মরম কথা কারে জানি পুছ ৷ ( ১৩ } নিশ্বাস ছাড়িতে না দেয় ঘরের গৃহিণী। বাহিরে বাতাসে ফাদ পাতে ননদিনী ॥ বিনি ছলে ছলে সে সদাই ধরে চুলি । হেন মন করে জলে প্রবেশিয়া মরি ॥ (১) কলঙ্ক । (২) এই পদের দ্বারা কোন কোন বৈষ্ণব গৌরাঙ্গ-অবতারের পূর্বাভাস অনুমান করিয়াছেন। (৩) পদ অন্তপথে যাইতে চাহিলেও কৃষ্ণ-পথগামী হয়। (৪) সঙ্কল্প । (৫) প্রসঙ্গ ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।