ుచ్చిeు বঙ্গ-সাহিত্য-পরিচয় । অবশেষে প্রসাদগন্ন বিলায় ভক্তেরে। ঐছন কঠোর ব্রত কে করিতে পারে । বজ্রাঘাত-সম বাক্য করিয়া শ্রবণ। ভাবিস্তু মাতারে কৈছে পাইমু দর্শন ৷ হেন কালে আইলা তাহা দাস গদাধর। শ্রীরাম পণ্ডিত আদি ভকত-প্রবর ॥ প্রসাদ লইতে সভে দামোদর-সনে। অন্তঃপুরে প্রবেশিলা সজল নয়নে ॥ তবে বিষ্ণুপ্রিয়া মাতার আজ্ঞা-অনুসারে। মো অধমে লঞ পণ্ডিত গেলা অন্তঃপুরে ॥ যাঞা দেখি কাণ্ডা-পটে মায়ের অঙ্গ ঢাকা । কোটি ভাগ্যে শ্ৰীচরণ মাত্র পাইলু দেখা৷ ভক্ত-কৃপা-বলে কিঞ্চিৎ পাইলু প্রসাদ । কৃতাৰ্থ হইলু মনের ঘুচিল বিষাদ ॥ যে কষ্ট সহেন মাতা কি কহিমু আর । অলৌকিক শক্তি বিনা ঐছে সাধ্য কণর ॥ তাহা শুনি মোর প্রভু কর এ ক্ৰন্দন। কৃষ্ণ-ইচ্ছা মানি করে খেদ-সম্বরণ ॥ বিষ্ণুপ্রিয়া মাতার দশা চক্ষে যে দেখিয়। কহিতে পরাণ ফাটে লিখিতে নারিন্থ। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য-চরিতামৃত। গ্রন্থ-রচনাকাল ১৬০৬–১৬১৫ খৃষ্টা। চৈতন্য প্রভুর দাক্ষিণাত্যে গমনাভিলাষ শ্রবণে পার্ষদগণের পরিতাপ । চৈতন্ত-চরিতামৃত মহাগ্রন্থ ঝামটপুর-(বৰ্দ্ধমান ) নিবাসী বৈষ্ঠ কৃষ্ণদাস কবিরাজ বিরচিত। তিনি ১৬০৬–১৬১৫ খৃষ্টান্ধ মধ্যে এই পুস্তক সমাধা ইহার বিস্তৃত বিবরণ “বঙ্গভাষা ও সাহিত্যে"র ৩৫৭—৩৬৬ নিজ গণ আনি কহে বিনয় করিয়া । আলিঙ্গন করি সভার গ্রহস্তে ধরিয়া ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।