বৈষ্ণব-চরিতাখ্যান—চৈতন্য-চরিতামৃত—১৬৪৬-১৬১৫ খৃঃ । >R〉) প্রভু দেখি দোহে পড়ে দণ্ডবৎ হঞা । হরিদাস-সঙ্গী । প্রভু আলিঙ্গিল হরিদাসে উঠাইয়া ॥ হরিদাস কহে সনাতনে করি নমস্কার । সনাতন দেখি প্রভুর হৈল চমৎকার ॥ সনাতনে আলিঙ্গিতে প্রভু আগে হৈলা । পাছে হৈতে সনাতন কহিতে লাগিলা ॥ মোরে না ছুইহ প্রভু পড়ে তোমার পায়। একে নীচ অধম আরে কণ্ডুরস' গায় ॥ বলাৎকারে প্রভু তারে আলিঙ্গন কৈল । কণ্ডু-ক্লেদ মহাপ্রভুর শ্ৰীঅঙ্গে লাগিল ॥ চৈতস্ক প্রভুর দয়া। সব ভক্তগণে প্রভু মিলাইল সনাতনে। সনাতন কৈল সভার চরণ-বন্দনে ॥ সভা লঞা প্রভু বসিলা পিণ্ডার উপরে। হরিদাস সনাতন বসিলা পিণ্ডার তলে ৷ কুশল-বাৰ্ত্ত মহাপ্রভু পুছেন সনাতনে। তেঁহো কহে পরম মঙ্গল দেখিলু চরণে ॥ মথুরার বৈষ্ণবের গোসাঞি কুশল পুছিল । সভার কুশল সনাতন জানাইল ॥ প্রভু কহে ইহঁ (১) রূপ ছিল দশ মাস। ইহঁ হৈতে গৌড়ে গেল হইল দিন দশ ॥ তোমার ভাই অনুপমের হৈল গঙ্গা-প্রাপ্তি । ভাল ছিল রঘুনাথে দৃঢ় তার ভক্তি ৷ সনাতন কহে নীচ বংশে মোর জন্ম । অধৰ্ম্ম অন্তায় যত আমার কুল-ধৰ্ম্ম ॥ হেন বংশে ঘৃণা ছাড়ি কৈলে অঙ্গীকার। তোমার কৃপাতে বংশে মঙ্গল আমার ॥ সেই অনুপম ভাই বালক কাল হৈতে। রঘুনাথ-উপাসনা করে দৃঢ় চিত্তে । রাত্ৰি-দিনে রঘুনাথের নাম আর ধ্যান। রামায়ণ নিরবধি শুনে করে গান ॥ (১) এই স্থানে ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৫৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।