వbrషి বঙ্গ-সাহিত্য-পরিচয় । সতী সাধে দাড়াই সখীগণ সঙ্গে । পুলকে পূরয় তনু গুগম-পরসঙ্গে ॥ পুলক ঢাকিতে নানা করি পরকার। নয়নের ধারা মোর বহে অনিবার ॥ পোড়া লোক না জানে পীরিতি বলে করে। তুমি যদি বল সমাধান দেই ঘরে। (১) চণ্ডিদাস বলে শুন আমার যুকতি। অধিক জালা যার তার অধিক পীরিতি ॥ ( >8 ) সই কে বলে পারিতি ভাল । হাসিতে হাসিতে পীরিতি করিয়া কান্দিতে জনম গেল ॥ কুলবতী হইয়া কুলে দাড়াঞ যে ধনী পীরিতি করে। তুষের অনল যেন সাজাইয়া এমতি পুড়িয়া মরে ॥ হাম অভাগিনী দুখের দুখিনী প্রেম-ছলছল-আখি । চণ্ডিদাস কহে যে গতি হইল পরাণে সংশয় দেখি ॥ ( > d ) পীরিত কি রীত মুরতি হৃদয়ে লাগিল সে। পরাণ ছাড়িলে পারিতি না ছাড়ে পারিতি গঢ়ল (২) কে ॥ পারিতি বলিয়া এ তিন আখর না জানি আছিল কোথা । পারিতি-কণ্টক হিয়ায় ফুটল পরাণ-পুতলী যথা ॥ পারিতি পারিতি পীরিতি অনল দ্বিগুণ জালিয়া গেল। বিষম অনল নিভাইল নহে হিয়ায় রহিল শেল । চণ্ডিদাস-বাণী শুন বিনোদিনী পারিতি না কহে কথা । পারিতি লাগিয়া পরাণ ছাড়িলে পীরিতি মিলয়ে তথা । (৩) ( ১৬ ) দেখিলে কলঙ্কীর মুখ কলঙ্ক হইবে। এ জনার মুখ আর দেখিতে না হবে। (১) বঁধু তুমি যদি একবার বল তবেই আমি ঘরকন্না সাঙ্গ করি। (২) গঢ়ল = নিৰ্ম্মাণ করিল। (৩) প্রকৃত প্রেম কথা কহে না, অর্থাৎ নীরব ; প্রেমের জন্ত যে প্রাণ-ত্যাগ করিতে পারে সেই মাত্র প্রকৃত প্রেমের সন্ধান পায়।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।