>ペ〉8 সনাতনের দেহত্যাগস স্কল্পে চৈত্তম্ভের নিষেধ । বঙ্গ-সাহিত্য-পরিচয় । কুবুদ্ধি ছাড়িয়া কর শ্রবণ-কীৰ্ত্তন। অচিরাতে পাবে তবে কৃষ্ণের চরণ ॥ নীচ জাতি নহে কৃষ্ণ-ভজনে অযোগ্য। সংকুল বিপ্র নহে ভজনের যোগ্য। যেই ভজে সেই বড় অভক্ত হীন ছার। কৃষ্ণ-ভজনে নাহি জাতি-কুলাদি-বিচার। দীনেরে অধিক দয়া করে ভগবান। কুলীন পণ্ডিত ধনীর বড় অভিমান । ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধ ভক্তি । কৃষ্ণ-প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি ॥ তার মধ্যে সৰ্ব্বশ্রেষ্ঠ নাম-সঙ্কীৰ্ত্তন। নিরপরাধ নাম হৈতে হয় প্রেমধন ॥ এত শুনি সনাতনের হৈল চমৎকার। প্রভুকে না ভায় মোর মরণ-বিচার ॥ সৰ্ব্বজ্ঞ মহাপ্রভু নিষেধিল মোরে । প্রভুর চরণ ধরি কছেন তাহারে ॥ সৰ্ব্বজ্ঞ কৃপালু তুমি ঈশ্বর স্বতন্ত্র। যৈছে নাচাও তৈছে নাচি ন হই স্বতন্ত্র ॥ নীচ পামর মুঞি অধম-স্বভাব। মোরে জীয়াইলে তোমার কি হইবে লাভ ৷ প্রভু কহে তোমার দেহ মোর নিজ-ধন। তুমি মোরে করিয়াছ আত্ম-সমৰ্পণ ॥ পরের দ্রব্য তুমি কেনে চাহ বিনাশিতে। ধৰ্ম্মাধৰ্ম্ম-বিচার কিবা না পার করিতে ॥ তোমার শরীর আমার প্রধান সাধন । এ শরীরে সাধিব আমি বহু প্রয়োজন । ভক্ত-ভক্তি কৃষ্ণপ্রেম-তত্ত্বের নিৰ্দ্ধার । বৈষ্ণবের কৃত্য আর বৈষ্ণব-আচার ॥ কৃষ্ণভক্তি কৃষ্ণপ্রেম সেবা-প্রবর্তন। লুপ্ততীৰ্থ-উদ্ধার আর বৈরাগ্য-শিক্ষণ ॥ নিজ প্রিয় স্থান মোর মথুরা বুন্দাবন। র্তাহ এত ধৰ্ম্ম চাহি করিতে প্রচারণ ॥
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৬২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।