বৈষ্ণব-চরিতাখ্যান-চৈতন্য-চরিতামৃত—১৬০৬-১৬১৫ ३६ ।। * ১২১৯ এত বলি দোহে নিজ-কার্য্যে উঠি গেলা । আর দিন মহাপ্রভু মিলিতে আইলা ॥ হরিদাস কৈল প্রভুর চরণ-বন্দন। হরিদাসে কৈলা প্ৰভু প্রেম-আলিঙ্গন ॥ দুরে হৈতে দণ্ড-প্ৰণাম করে সনাতন । প্রভু বোলায় বারবার করিতে আলিঙ্গন ॥ অপরাধ-ভয়ে তোহো মিলিতে না আইলা । মহাপ্রভু মিলিবারে সেই ঠাই গেলা ॥ সনাতন পাছে পাছে করেন গমন । বলাৎকারে ধরি প্রভু কৈল আলিঙ্গন। দুই জন লঞা প্রভু বসিলা পিণ্ডাতে। নিৰ্ব্বিগ্ন সনাতন লাগিলা কহিতে ॥ হিত লাগি আইলু মুঞি হৈল বিপরীত। যেবা যোগ্য নহো অপরাধ করে নিত ॥ সহজে নীচ জাতি মুঞি তুষ্ট পাপাশয়। মোরে তুমি ছুইলে মোর অপরাধ হয় ॥ তাতে আমার অঙ্গে কঙু-রক্ত-রসা চলে। তোমার অঙ্গে লাগে তৰ্ভু স্পর্শ মোরে বলে ॥ বীভৎস স্পশিতে নাহি কর ঘৃণা-লেশ । এই অপরাধে মোর হবে সৰ্ব্বনাশ বিশেষ ॥ তাতে ইহঁা রহিলে মোর না হয় কল্যাণে । আজ্ঞা দেহ রথ দেখি যাঙ বৃন্দাবনে ॥ জগদানন্দ পণ্ডিতে আমি যুক্তি পুছিল। বৃন্দাবন যাইতে তেহে উপদেশ দিল ॥ এত শুনি মহাপ্রভু সরোষ অন্তরে। জগদানন্দে ক্রুদ্ধ হঞা করে তিরস্কারে ॥ কালিকার বড়ুয়া (১) জগা ঐছে গৰ্ব্ব হৈল। জগদানন্দকে মহাপ্রভুর তোমাকেও উপদেশ করিতে লাগিল ॥ ভৎসল। ব্যবহার পরমার্থে তুমি তার গুরু-তুল্য। তোমাকেও উপদেশে না জানে আপন মূল্য। ১) বড়ুয়া=( বটু শব্দের অপভ্রংশ ) শিষ্য, ছাত্র।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।