বৈষ্ণব-চরিত্যখ্যান—চৈতন্য-চরিতামৃত—১৬০৬-১৬১৫ খৃঃ। ১২২৩ ষে যে লীলা প্রভূ পথে কৈল যে যে স্থানে। জাহ দেখি প্রেমাবেশ হয় সনাতনে ॥ এই মতে সনাতন বৃন্দাবনে আইলা । পাছে রূপ গোসাঞি আসি তাহারে মিলিলা ॥ এক বৎসর রূপ গোসাঞির গৌড়ে বিলম্ব হইল। কুটুম্বের স্থিতি-অৰ্থ বিভাগ করি দিল ॥ । রূপ-সনাতন ও বল্লভ-কৃত গ্রন্থাবলী । গৌড়ে যে অর্থ ছিল তাহা আনাইল । কুটুম্ব ব্রাহ্মণ দেবালয়ে বাট দিল ॥ সব মনঃকথা গোসাঞি করি নিবারণ। নিশ্চিন্ত হইয়া শীঘ্ৰ আইলা বৃন্দাবন ॥ দুই ভাই মিলি বৃন্দাবনে বাস কৈল। প্রভূর যে আজ্ঞা দোহে সব নিৰ্ব্বাহিল ॥ নানা শাস্ত্র আনি লুপ্ত তীর্থ উদ্ধারিলা । বৃন্দাবনে কৃষ্ণসেবা প্রচার করিলা । সনাতন কৈল গ্রন্থ ভাগবতামৃতে । ভক্তি ভক্ত কৃষ্ণ-তত্ত্ব জানি যাহা হৈতে ॥ সিদ্ধান্তসার গ্রন্থ কৈল দশম টিপ্পনী। কৃষ্ণ-লীলা-রস-প্রেম যাহা হৈতে জানি ॥ হরিভক্তি-বিলাস গ্রন্থ কৈল বৈষ্ণব-আচার। বৈষ্ণবের কর্তব্য যাহা পাইয়ে পার । আর যত গ্রন্থ কৈল ষ্টক করে গণন । মদনগোপাল গোবিন্দের কৈল সেবা-স্থাপন ৷ রূপ গোসাঞি কৈল রসামৃত-গ্ৰন্থসার । কৃষ্ণ-ভক্তিরসের যাহা পাইয়ে বিস্তার ॥ উজ্জল-নীলমণি নাম গ্রন্থ কৈল আর । কৃষ্ণরাধা-লীলা-রসের যাই পাইয়ে পার ॥ বিদগ্ধ-ললিতমাধব নাটক-যুগল। কৃষ্ণলীলা-রস তাই পাইএ সকল ॥ দানকেলি-কৌমুদী আদি লক্ষ গ্রন্থ কৈল। যেই সব গ্রন্থে ব্রজের রস প্রচারিল ॥
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।