১২৩৪ বঙ্গ-সাহিত্য-পরিচয় । বৃদ্ধ জরাতুর আমি অন্ধ বধির । হস্ত হালে মনোবুদ্ধি নহে মোর স্থির ॥ নানা রোগগ্ৰস্ত চলিতে বসিতে না পারি। কণ্ঠরোগের পীড়ায় ব্যাকুল রাত্রি দিনে মরি। পূৰ্ব্ব গ্রন্থে ইহা করিয়াছি নিবেদন । তথাপি লিখি যে শুন ইহার কারণ ॥ শ্ৰীগোবিন্দ শ্রীচৈতন্ত ঐনিত্যানন্দ । শ্ৰীঅদ্বৈত শ্ৰীভক্ত আর শ্ৰীশ্রোতৃ-বৃন্দ ॥ শ্ৰীস্বরূপ শ্রীরূপ শ্ৰীসনাতন । ঐরঘুনাথ শ্ৰীগুরু শ্ৰীজীব চরণ। ইহা সভার চরণ-কৃপায় লেখায় আমারে। আর এক হয় তেঁহো অতি কৃপা করে ॥ শ্ৰীমদনগোপাল মোরে লেখায় আজ্ঞা করি । কহিতে না যুয়ায় তৰ্ভু রহিতে না পারি। না কহিলে হয় মোর কৃতন্ত্রতা-দোষ । দম্ভ করি বলি শ্রোতা না করিহ রোষ । তোমা সভার চরণ-ধূলি করিমু বন্দন। তাতে চৈতন্ত-লীলা কিছু হৈল যে লিখন ॥ o-o-o-o-o-o-o: নাভাজি কৃত ভক্তমালের অনুবাদ । কৃষ্ণদাস । “বঙ্গভাষা ও সাহিত্যে”র ৩৮৬ পৃষ্ঠা দ্রষ্টব্য। ফৌজদার ভায়্যা ( ভাইয়া ) দৈবকীনন্দন-চরিত্র। দেবকীনন্দন নাম ভায়্যা করি মানি। নিবাস জালালপুর আঢ্য-মহাধনী ॥ কাটোয়ার ফৌজদার নবাব-সরকারে । শক্তি-পূজক শক্তি-উপাসক হয় ভজে বামাচারে ॥ প্রথম সংসারে এক পুত্র জনমিল । পুত্রট রাখিয়া স্ত্রীর বিয়োগ হইল।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৮০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।