১২৩৬ বঙ্গ-সাহিত্য-পরিচয় । কতেক দিবসে কৃষ্ণ-চরণ পাইলা । কহা নাহি যায় কৃষ্ণ-ভক্তির কি লীলা । যেই স্ত্রীর সঙ্গে মহামোহ উপজয়। সেই স্ত্রী হইতে হৈল ভক্তির উদয় ॥ অন্ত আশয় জীব-হিংসা তেয়াগিয়া। ভাগবত হৈল কৃষ্ণময় হৈল হিয়া ॥ সেই ঠাকুরাণীর গুণ কতেক কহিব। কহিতে তাহার গুণ সীমা না হইব ॥ বহুকাল প্রকট থাকিয়া বৃদ্ধ হৈল। দিবা-নিশি শ্ৰীগৌরাঙ্গ জিহবায় বর্ণিল । আখি প্রেমধারা বহে গঙ্গাস্রোত দ্যায় দুটি আখি বহি দিবা-রজনী বহয় ॥ অপ্রকট-সময়ে ত্ৰগৌরাঙ্গ বলিয়া । নামের সহিত গেলা শ্ৰীধামে চলিয়া ॥ তাহার চরণে যদি শরণ লইতে। কোন জন্মে কভু পাই কোন ভাগ্য হইতে ॥ তবে এই সংসারের যাতনা এড়াই। পরম রতন কৃষ্ণ-প্রেম-ভক্তি পাই ॥ তাহা দুহার চরণ-সেবক অনুরাগে। অনুক্ষণ কৃষ্ণদাস অভাগিয়া মাগে । নরহরি চক্রবত্তীর নরোত্তম-বিলাস। “বঙ্গভাষা ও সাহিত্যে”র ৩৭২-৩৭৬ পৃষ্ঠা দ্রষ্টব্য। গৌরাঙ্গের রূপ। চন্দনে চর্চিত তনু জিনি কাচা সোণ । সুচারু চাচর কেশে পুষ্পের রচনা ৷ কপালে তিলক দিব্য যজ্ঞস্বত্র গলে । নেত্র-ভুরূ-ভঙ্গিমাতে কেবা নাহি ভুলে।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৮৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।