১২৩ বঙ্গ-সাহিত্য-পাঁরচয় । নহিলে কি এমন প্রভাব অন্যে হয় । যে তারে দেখিল গেল ভব-ভয় ॥ ঐছে কত কহে লোক করিয়া ক্ৰন্দন। নরোত্তম-প্রসঙ্গে সভার ব্যগ্ৰ মন ৷ নরোত্তমের ভক্তি ও দর্শকগণের ৰিম । নিত্যানন্দাদ্বৈত চৈতন্যের প্রিয় যত। নরোত্তম-মঙ্গল চিস্তয়ে অবিরত ॥ নরোত্তম নির্বিঘ্নে চলয়ে রাজপথে । যৈছে প্রেমচেষ্টা তাহা কে পারে কহিতে । নিরন্তর গায়েন প্রভুর গুণগান । নদীর প্রবাহ প্রায় ঝরে ছ নয়ন ॥ যে জন বারেক নরোত্তম-পানে চায় । সে হেন সংসার-5ঃখ হইতে এড়ায় ॥ যে গ্রামেতে নরোত্তম করে রাত্রি-বাস । সে গ্রামী-লোকের মনে বাঢ়য়ে উল্লাস । কিবা স্ত্রী পুরুষ রহি নরোত্তম-পাশে । পরস্পর নানা কথা কহে মৃই-ভাষে ॥ কেহ কহে কনক-চম্পক রহ দূরে । দেখ কি অপূৰ্ব রূপ ঝলমল করে ॥ কেহ কহে কিবা মুখ সুদীৰ্ঘ নয়ন । কিবা নাসা গও ভুর ললাট শ্রবণ ॥ কেহ কহে কিবা বাহু বক্ষ-পরিসর। ত্ৰিবলি-বলিত নাভি কিবা কৃশোদর ॥ কেহ কহে কিবা জাতৃ কি শোভা চরণে । কি দিয়া গড়িল কেবা কত না যতনে ॥ কেহ কহে সামাণ্য মনুষ্য এহেঁ৷ নয় । কিবা ও দেবতা কিবা রাঙ্গার তনয় ॥ কেহ কহে আহ৷ মরি অল্প বয়সে। এ হেন বৈরাগ্য করি ফিরে দেশে দেশে ॥ কেহ কহে কি আর কহিব ইহা বিনে। ইহার মা বাপ প্ৰাণ ধরিব কেমনে ॥ কেহ কহে মরু বিধি নির্দয় শরীর। এ হেন বালকে কৈল ঘরের বাহির ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৮৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।