পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ծՀ8 օ ব্ৰাহ্মণগণের জভিযোগ। বঙ্গ-সাহিত্য-পরিচয় । পক্ষুগণ লম্ফ দিয়া ফিরে দৰ্প করি। জনমের অন্ধ দেখে গৌরাঙ্গ-মাধুরী। যাহার বদনে কিছু বাক্য নাহি সরে। সেই গৌরচন্দ্র বলি ডাকে বারে বারে । কাটিলেও যার নেত্ৰে জল না আইসে। সেহ গৌর-গুণ শুনি নেত্রজলে ভাসে। ভুবন-পাবন চারু কীৰ্ত্তন শুনিতে। কিবা পশু পক্ষী কেহ নারে স্থির হৈতে ॥ নরোত্তম এক ভিতে দেখে দাণ্ডাইয়া । আনন্দে বিহবল ধারা বহে নেত্র বাঞt ॥ পঙ্কপল্লীর রাজা নরসিংহের নিকট অধ্যাপকমণ্ডলী গমনপূৰ্ব্বক জানাইলেন যে, খেতুরীর রাজা কৃষ্ণচন্দ্র দত্তের পুত্র নরোত্তম শূদ্র হইয় ব্রাহ্মণ শিষ্য করিতেছেন ; ইহা ঘোর অনর্থের স্বচন, সুতরাং এই ধৰ্ম্মলোপী ব্যক্তিকে রাজা নরসিংহের দণ্ডিত করা উচিত। তদনুসারে রাজা অধ্যাপকগণ সহ নরোত্তমের সহিত বিচার করিতে প্রস্তুত হইয় যাত্রা করিলেন। পরবর্তী ঘটনা এই স্থলে উদ্ধৃত হইয়াছে। নরসিংহ নামে রাজা রহে দূরদেশে। ব্রাহ্মণ পণ্ডিত বহু রহে তার পাশে । ক্রোধে বিপ্র রাজা প্রতি কহে বার বাৱ । ধৰ্ম্ম-লোপ হৈল কেহ না করে বিচার ॥ কৃষ্ণানন্দ দত্ত-পুত্র নরোত্তম দাস। লইয়া বৈষ্ণব-মত কৈল সৰ্ব্বনাশ ॥ না জানিএ কিবা বা কুহক সেই জানে অনায়াসে বিপ্র শিষ্য হয় তার স্থানে ॥ যদি কহ তার অাছে শাস্ত্রে অধিকার। সে কেবল মুখ প্রতি মিথ্যা অহঙ্কার ॥ মো সবার আগে কি তাহার বাক্য ফুরে। করহ গমন শীঘ্ৰ লইয়া মো সবারে ॥ দেখিবে কৌতুক এক আমার ত্রাসেতে। পতে তাড়ি লৈয়া সে পালাবে সেথা হতে ॥ সকল দেশেতে হইবে তোমার মুখ্যাতি। তোমা দ্বারা রহিবেক ব্রাহ্মণের জাতি ॥