s"デや বঙ্গ-সাহিত্য-পরিচয় । ( 9 ) যখনে পারিতি কৈলা আনি চাদ হাতে দিলা আপনি করিত মোর বেশ । আখির আড় (১) নাহি কর হিয়ার উপরে ধর এবে তোমা দেখিতে সন্দেশ (২) । একে হাম পরাধীনী তাহে কুল-কামিনী ঘর হৈতে আঙ্গিনা বিদেশ। এত পরমাদে প্রাণ না যায় তমুক্ত আন কত বা কহিব বিশেষ ॥ ননদী বিষের কাটা বিষ মাথা দেয় থোট তাহে তুমি এত নিদারুণ। কবি চণ্ডিদাসে কয় কিবা তুমি কর ভয় বঁধু তোর নহে অকরুণ। খণ্ডিত । ভাল হল্য আরে বধু আইলা সকালে। প্রভাতে দেখিলু মুখ দিন যাবে ভালে ৷ বঁধু তোমার মুখায়েছে মুখ । কে সাজাল হেন সাজে হেরি বাসি দুখ ॥ বঁধু তোমায় বলি হারি যাই। ফিরিয়া দাড়াও তোমার চাদ-মুখ চাই ॥ আই আই পড়াছে রূপে কাজরের শোভা । ভালে সে সিন্দুর তোমার মুনির মনোলোভা ৷ নীল পাটের শাটী কোচার বলনী । রমণী-রঞ্জন হৈয়া বঞ্চিল। রজনী ৷ সুরঙ্গ যাবক রঙ্গ উরে ভাল সাজে। এখন কহ মনের কথা আইলা কিবা কাযে। চারি পানে চাহে নাগর আঁচলে মুখ মোছে। চণ্ডিদাস বলে লাজ ধুইলে না ঘোচে। মাথুর। ধিক্ ধিক্ ধিক্ তোরে রে কালিয়া কে তোরে কুবুদ্ধি দিল। কে বা সেধেছিল পারিতি করিতে মনে যদি এত ছিল। ধিক্ ধিক্ বঁধু লাজ নাহি বাস নাহিক লেহের লেশ। এক দেশে আলি আনল জালিয়া জালাইতে আর দেশ। (১) অন্তরাল। (২) বার্তা পাঠাইয়া খবর নিতে হয়।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।