পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৫২ গ্রন্থ হীরাইয়া শোৰ । বঙ্গ-সাহিত্য-পরিচয় । রাজা বীরহাম্বীরের সদা এই মনে । যার গ্রন্থ তীরে বা দেখিব কতক্ষণে ॥ ঐছে বিচারিয়া রাজা ব্যাকুল হুইলা। হেনই সময়ে নিদ্রাদেবী আকৰ্ষিলা ॥ স্বপ্নচ্ছলে দেখে এক পুরুষ সুন্দর। জিনি হেম-পৰ্ব্বত অপূৰ্ব্ব কলেবর ॥ ঐচন্দ্র-বদনে কহে হাসিয়া হাসিয়া । চিন্তা না করিহ তেহে মিলিব আসিয়া ॥ হইব তোমার প্রতি প্রসন্ন-অন্তর। জন্মে জন্মে হও তুমি তাহার কিঙ্কর । এত কহি আদর্শন হৈতে হেন কালে । হৈল নিদ্রাভঙ্গ রাজা ভাসে নেত্র-জলে । কি দেখিলু কি দেখিলু বোলে বার বার। চতুদিকে চাহে মৰ্ম্ম না করে প্রচার। এখা দস্থ্যগণে গ্রন্থ-গাড়ী লৈয় গেলে । অকস্মাৎ নিদ্রাভঙ্গ জাগিলা সকলে ॥ শ্ৰীনিবাস আচাৰ্য্যাদি প্রভাত-সময়ে । ব্যাকুল হইয়া ইতস্ততঃ অন্বেষয়ে ৷ কিছু খোজ না পাইয়া করএ ক্ৰন্দন। ইকি বজ্রাঘাত হৈল কহে সৰ্ব্বজন । নরোত্তম কহে আমি প্রাণ তিয়াগিব । শুগমানন্দ কহে এই অনলে পশিব। শ্ৰীনিবাস আচাৰ্য্যের মনে হৈল যাহা । কহিতে বিদরে হিয়া কি কহিব তাছা ॥ সঙ্গের যতেক লোক কাতর অস্তরে। নিশ্চয় করিল আর না যাইব ঘরে ॥ গ্রন্থ-চুরি-কথা সৰ্ব্বত্রই ব্যক্ত হইল। আচাৰ্য্যাদি মহাদুঃখ-সমুদ্রে ডুবিল । কতক্ষণে করি সবে ধৈর্য্যাবলম্বন। পরম্পর কহে যাহা না হয় বর্ণন ॥ শ্ৰীনিবাসে অকস্মাৎ কহে কোম জনে। বিষ্ণুপুরে পাবে গ্রন্থ যাহ রাজস্থামে।