১২৫৮ য়াজার দীক্ষা-গ্রহণ । বঙ্গ-সাহিত্য-পরিচয় । রাজা আচার্য্যের সে সকল লোকগণে । শীঘ্র আনাইয়া বাসা দিলা রম্য স্থানে ॥ রাজা আচার্য্যেরে যত্নে স্নান করাইল । যথা গ্রন্থ-রত্ন তথা লইয়া চলিলা ॥ আচার্য্যের হইল মহাপ্রফুল্লিত মন । গ্রন্থ দেখি বে আনন্দ না হয় বর্ণন ॥ রাজা গ্রন্থ পূজাইয়া বিবিধ প্রকারে । অন্তঃপুরে লইয়া গেলেন আচার্য্যেরে । আচার্য্যে দর্শন করি রাজার ঘরণী । আনন্দে বিহবল যৈছে কহিতে না জানি ॥ প্ৰণমিয়া আচার্য্যের চরণ-যুগলে । আপন মানয়ে ধন্ত ভাসে নেত্র-জলে ৷ শ্ৰীআচাৰ্য্য করি কৃপা রাজার ভার্য্যায়। রাজা সহ আইলেন নির্জন বাসায় ॥ রাজা পুনঃ পুনঃ কহে চরণে পড়িয়া । কৈলু যে কুকৰ্ম্ম তাহে স্থির নহে হিয়া ॥ রাজার হৃদয় জানি আচাৰ্য্য ঠাকুর। পুনঃ পুনঃ কহে সব চিন্তা কর দুৱ ॥ শ্ৰীকৃষ্ণচৈতন্য পদে সোপিলু তোমারে। সেই পাদপদ্ম চিন্ত হৃদয়-মাঝরে ॥ আপনাকে সাপরাধ মানি সৰ্ব্ব ক্ষণ । নিরন্তর করিবে এ নাম-সঙ্কীৰ্ত্তন ॥ এত কহি রাজার হরিতে সব ক্লেশ । হরিনাম মহামন্ত্র কৈল উপদেশ ॥ পুনঃ রাজা-প্রতি কহে মধুর বচনে। সদা সাবধান হবে শ্রবণ-কীৰ্ত্তনে ॥ শ্ৰীকৃষ্ণচৈতন্য প্রভু ভুবন-পাবন। এই নাম-মন্ত্র জীবে কৈলা বিতরণ ॥ অহে রাজা গোসাঞির গ্রন্থাস্বাদ পরে। রাধাকৃষ্ণ-মন্ত্রে দীক্ষা করাব তোমারে ॥ এত কহি ভক্তি-অঙ্গ কিছু জানাইয়া। রাজা বীরহাম্বীরের স্থির কৈল হিয়া ॥
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩০৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।